শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সুপার লিগ নিয়ে বিতর্ক চলছেই

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের ইউরোপিয়ান সুপার লিগ প্রতিষ্ঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে। সর্বত্রই এখন পেরেজের সমালোচনা হচ্ছে। বলা যায়, উয়েফার সঙ্গে তার নীরব যুদ্ধই চলছে। এই অচলাবস্থা দূর করার আহ্‌বান জানিয়েছেন বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে। তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না সে (পেরেজ) বিশ্ব সেরা একটি ক্লাবের দায়িত্বে আছে।’ রুমেনিগে আশা করেন, শিগগিরই পেরেজের সঙ্গে আলোচনায় বসবেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন। সংলাপের আহ্‌বান জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট লাপোর্তাও।

সুপার লিগের স্বপ্ন ফিকে হয়ে যাওয়ায় রিয়াল সমর্থকরা আশঙ্কা করছিলেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের দলকে বহিষ্কার করা হয় কি না। কিন্তু রিয়াল কোচ জিনেদিন জিদান সমর্থদের আশ্বস্ত করিয়ে জানিয়েছেন তারা সেমিফাইনালে চেলসির বিরুদ্ধে খেলবে।

সর্বশেষ খবর