রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হচ্ছে না প্রিমিয়ার ক্রিকেট!

ক্রীড়া প্রতিবেদক

৬ মে টি-২০ ক্রিকেটের আদলের প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর কথা ছিল। কিন্তু গতকাল বাফুফে সভাপতি নাজমুল হাসান স্পষ্ট করেই জানিয়েছেন, জৈব বলয় ঠিক করতে না পারলে এ বছরও প্রিমিয়ার ক্রিকেট মাঠে গড়ানোর সম্ভাবনা কম। তবে এটা ঠিক, ৬ মে প্রিমিয়ার ক্রিকেট শুরু হবে না। গতকাল একটি হাসপাতালে টিকা নিতে গিয়ে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি বলেন, ‘এখন যে পরিস্থিতি, এতে প্রিমিয়ার লিগ শুরু করা কঠিন। এরকম পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি, খেলা মাঠে নামানো  কোনোভাবেই উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত বায়ো-বাবল নিশ্চিত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত খেলাধুলা শুরুর প্রশ্নই ওঠে না, সেটা শুরুর সম্ভাবনা নেই। দল একটি কিংবা ১০টি হলেও।’

 ২০২০ সালের মার্চে দুই রাউন্ড হওয়ার পর লিগ বন্ধ হয়ে গিয়েছিল। বেশ কয়েকবার বিসিবি চেষ্টা চালিয়েছে লিগ শুরুর। কিন্তু কোনাভাবেই শুরু করতে পারেনি। করোনাভাইরাসের মহামারীকালে তিন ভাগে লিগ শুরুর চেষ্টা করেছিল। দুই সপ্তাহ আগেই অনেকটা শেষ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা। কভিড মহামারীর বর্তমান অবস্থায় লিগ শুরু করা কঠিন, বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ঈদের আগে-পরে মিলিয়ে তিন ভাগে শেষ হওয়ার কথা লিগ। দ্রুত খেলা শেষ করতে দিনে ৬টি করে ম্যাচ রাখার সিদ্ধান্তও ছিল।

সর্বশেষ খবর