সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শিরোপার পেছনে ছুটছে বার্সা

ক্রীড়া ডেস্ক

শিরোপার পেছনে ছুটছে বার্সা

স্প্যানিশ লা লিগায় এল ক্ল্যাসিকোর লড়াইয়ে চির প্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হওয়ার পর বার্সেলোনার শিরোপা জয়ের আশা অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে রিয়াল মাদ্রিদের ব্যর্থতা কাতালানদের সামনে পথ খুলে দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে শিরোপার পিছনে দূরন্ত গতিতে ছুটছেন লিওনেল মেসিরা। গতকাল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার পক্ষে দুটি গোলই করেন আঁতোয়ান গ্রিজমান। এ জয়ে লিগে ৭১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে রোনাল্ড কোম্যানের দল।

এদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের মাঠে টানা চার ম্যাচে নিজেদের জাল নিরাপদ রাখল রিয়াল বেটিস। শনিবার তারা রিয়ালের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে বাড়ি ফিরেছে। রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় লা লিগার শিরোপা লড়াই এখন বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের। অবশ্য দুটি দলকেই হাতে থাকা সবকটি ম্যাচ জিততে হবে। সেক্ষেত্রে বার্সেলোনা-অ্যাটলেটিকো ম্যাচটাই লিগের অঘোষিত ফাইনাল হয়ে উঠবে। রিয়াল ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।

এখনো আশা ছাড়তে রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, ‘এখনো পাঁচটি ম্যাচ রয়েছে। তার মানে এখনো অনেকটা পথ বাকি। আমরা লড়াই চালিয়ে যাব। লা লিগা আমাদের জন্য শেষ হয়ে যায়নি। অন্য দলগুলোকেও এখনো খেলতে হবে।’ পরের পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদ খেলবে ওসাসুনা, সেভিয়া, গ্রানাডা, অ্যাথলেটিক বিলবাও এবং ভিয়ারিয়ালের বিপক্ষে।

সর্বশেষ খবর