মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তামিমদের প্রশংসায় মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক

তামিমদের প্রশংসায় মাহমুদ

প্রথম ইনিংসে সামান্য ভুলটি না করলে হয়তো সেঞ্চুরি করেই ফেলতেন তামিম ইকবাল। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে অধিনায়কের ৯০ রানের ইনিংস গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল শতভাগ, গতকাল ক্যান্ডি থেকে ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন টিম লিডার ও টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, ‘উভয় ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছে তামিম। প্রথম ইনিংসে তামিমের ব্যাটিং ড্রেসিং রুমের পরিবেশই পাল্টে দেয়। শুধু তামিম নয়, চাপের মুখে শান্ত, মুমিনুল, মুশফিক দারুণ ব্যাটিং করেন। দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন।’ টিম লিডার তামিম ভুল বলেননি। ওয়ানডে অধিনায়কের নার্ভাস নাইনটিজের ইনিংসে উদ্দীপ্ত নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাসরা দারুণ ব্যাটিং করেন। তাদের উজ্জ্বল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান করে বাংলাদেশ। প্রথম ইনিংসের পারফরম্যান্সেই পাল্লেকেলে টেস্টটি ড্র হয়। দুই দলের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করলেও উইকেট এখানে বিরাট ভূমিকা রেখেছে। পাল্লেকেলের উইকেটে বোলারদের সহায়তা দেয়নি এক চুল পরিমাণ। যা নিয়ে বিরক্ত দুই দলের টিম ম্যানেজমেন্ট। তাই ২৮ এপ্রিল-২মে দ্বিতীয় টেস্টেও উইকেটের পরিবর্তন কামনা করেছেন মাহমুদ।

পাল্লেকেলে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট খেলল। দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪১ রান করে। ৬৪৮ রান তুলে জবাবটা ভালোই দিয়েছে স্বাগতিকরা। ১০৭ রানে পিছিয়ে থেকে মুমিনুল বাহিনী ২ উইকেটে ১০০ রান তুললে আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। টেস্টের পাঁচ দিনে রান ১২৮৯, উইকেটের পতন ১৭টি। অথচ টেস্ট জিততে চাই এক দলের ২০ উইকেট। উইকেটের আচরণ নিয়ে অসন্তুষ্টির কথা বলেন মাহমুদ, ‘ফ্লাট উইকেট ছিল। এমন উইকেটে ফল পাওয়া খুবই কঠিন। আমাদের মতো শ্রীলঙ্কাও অসন্তুষ্ট। আশা করছি পরের টেস্টে উইকেটের আচরণ বদলে স্পিন কিংবা সিমিং উইকেট হবে।’

সর্বশেষ খবর