মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অ্যাটলেটিকোর হারে বার্সার স্বস্তি

ক্রীড়া ডেস্ক

অ্যাটলেটিকোর হারে বার্সার স্বস্তি

স্প্যানিশ লা লিগায় এবার কয়েক দিন পর পরই রং বদলাচ্ছে। কখনো রিয়াল মাদ্রিদ, কখনো রিয়াল সুসিদাদ আবার কখনো অ্যাটলেটিকো মাদ্রিদ আধিপত্য দেখিয়েছে। এখনো শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা এবারের মৌসুমে কখনো শীর্ষস্থান ধরে রাখতে পারেনি। তবে মৌসুমের শেষটা শিরোপায় রাঙাতে পারে কাতালানরাই। রবিবার গভীর রাতে বাস্ক অঞ্চলের ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের দলের হারে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হলো বার্সেলোনার। রবিবার অ্যাথলেটিকের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই পিছিয়ে যান লুইস সুয়ারেজরা। বার্সেলোনার সাবেক এই তারকা অবশ্য প্রথম একাদশে ছিলেন না। বদলি হিসেবে মাঠে নামেন ম্যাচের ৫৯ মিনিটে। তার আগেই পিছিয়ে যায় অ্যাটলেটিকো আলেসান্দ্রো ম্যাচের ৮ম মিনিটে গোল করে এগিয়ে দেন অ্যাথলেটিক বিলবাওকে। এরপর স্টেফান স্যাভিচ ৭৭ মিনিটে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান। তবে ৮৬ মিনিটে ইনিগোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিক বিলবাও। এ পরাজয়ের পরও লা লিগার শীর্ষেই আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৩ ম্যাচের তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট।

তবে বার্সেলোনার শীর্ষে উঠার পথ খোলা রাখল দিয়েগো সিমিওনের দল। ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে আছে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা পরের ম্যাচে জিতলেই শীর্ষে উঠে যাবে। সামনে অ্যাটলেটিকো-বার্সা ম্যাচ আছে। তবে সেই ম্যাচে ড্র করলেও লিগ শিরোপা ঘরে তুলবে কাতালানরা। অবশ্য শর্ত হলো, সামনের বাকি সব ম্যাচ জিততে হবে।

সর্বশেষ খবর