বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

প্যারিসে পিএসজি-ম্যানসিটি লড়াই

ক্রীড়া ডেস্ক

প্যারিসে পিএসজি-ম্যানসিটি লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামছে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। আজ প্যারিসে মুখোমুখি হচ্ছে দুই দল। গতবারের ফাইনালিস্ট পিএসজি আরও একবার ফাইনালে উঠার লড়াইয়ে নামছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার ফাইনালে উঠার লড়াইয়ে নাছে ম্যানসিটি।

পিএসজির বিপক্ষে ম্যানসিটির রেকর্ড দারুণ। গত তিন ম্যাচে একবারও হারেনি তারা। ড্র করেছে দুটিতে। জিতেছে একটিতে। ২০১৫-১৬ মৌসুমে ম্যানসিটির কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পিএসজি। ফরাসি ক্লাবটির বিপক্ষে কি এবারেও সফল হবে ম্যানসিটি? পেপ গার্ডিওলার দল বর্তমানে দুর্দান্ত খেলছে। দিন কয়েক আগে ইংল্যান্ডে লিগ কাপ জয় করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন হওয়ার পথে ছুটছে দলটা। চ্যাম্পিয়ন্স লিগেও সাফল্যের পথে ছুটছে ম্যানসিটি।

চলতি মৌসুমে নেইমার-এমবাপ্পেদের দল পিএসজি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছে বায়ার্ন মিউনিখকে। অন্যদিকে শেষ আট থেকে ম্যানসিটি বিদায় করেছে জার্মানিরই আরেক ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডকে। পিএসজির সবচেয়ে বড় শক্তি নেইমারের কৌশল আর কিলিয়ান এমবাপ্পের দুরন্ত গতি। তবে ম্যানসিটিও দারুণ ফর্মে আছে। কেভিন ডি ব্রুইন দলে ফিরেছেন।

সার্জিও আগুয়েরো ম্যানসিটিতে শেষ কয়েকটা ম্যাচে নিজেকে উজাড় করে দেওয়ার অপেক্ষায়। তরুণ মাহরিজ, ফিল ফোডেন আর স্টারলিংয়ে অসাধারণ এক দল গড়ে তুলেছেন গার্ডিওলা। চ্যাম্পিয়ন্স লিগে আজ দেখা যাবে টিকি-টাকার ফুটবল বনাম গতিশীল কাউন্টার আক্রমণের লড়াই। এ লড়াইয়ের ফল যাই হোক, পরাজিত দলের সামনে ৪ মে ইতিহাদ স্টেডিয়ামে সুযোগ থাকবে ভুল শোধরানোর।

সর্বশেষ খবর