বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউনেও মাঠে গড়াবে ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

সিডিউলে পরিবর্তন আসছে না। ৩০ এপ্রিল থেকেই পেশাদার ফুটবলে দ্বিতীয় লেগ মাঠে গড়াচ্ছে। তৃতীয় দফায় লকডাউন দেওয়ায় সংশয় ছিল নির্ধারিত সময়ে লিগ মাঠে গড়াবে কিনা। আরামবাগ ও রহমতগঞ্জ এক সপ্তাহের জন্য পেছানোর অনুরোধও রাখে। কিন্তু বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, সরকারের অনুমতি পেয়েছি। তাই সিডিউলটা ঠিক রাখতে চাই। লকডাউন থাকবে, কিন্তু এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ দেখছি না। স্বাস্থ্যবিধি মেনেই খেলা হবে। প্রত্যেক খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও রেফারিদের করোনা টেস্ট হবে। কেউ পজিটিভ শনাক্ত হলে আইসোলেশনে পাঠানো হবে। গ্যালারিতে কোনো দর্শক থাকবে না। প্রয়োজনে মাঠে ক্লাবগুলোর সদস্য সংখ্যা কমানো হতে পারে।

সালাম বলেন, এখন পর্যন্ত এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাই পর্বের সিডিউল ঠিক আছে। এ অবস্থায় ফুটবল ও ফুটবলারদের বৃহত্তর স্বার্থে খেলা নামানোটা জরুরি হয়ে পড়েছে। তাছাড়া ক্লাবগুলোর স্বার্থও দেখতে হবে। লিগ ঝুলিয়ে রাখা মানে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। সবরকম সতর্কতা মেনেই লিগ হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তখন না হয় বিকল্প চিন্তা করা যাবে। আমরা চাই ঈদের আগে দ্বিতীয় পর্বের ৪ রাউন্ড খেলা শেষ হোক। 

সর্বশেষ খবর