শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পাল্লেকেলের উইকেট নিয়ে আইসিসির রিপোর্ট

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের উইকেট ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির নির্দেশিত মানের হয়নি। অনেক বেশি ব্যাটিংবান্ধব। সে কারণে পাল্লেকেলের উইকেটকে একটি ডি-মেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। পাল্লেকেলের উইকেট নিয়ে রিপোর্ট করেছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাধুগাল। তিনি বলেন, ‘পিচ খুব বেশি ব্যাটিংবান্ধব ছিল। পাঁচ দিনে সেখানে কোনো রকম ভারসাম্য ছিল না। ব্যাটসম্যান-বোলারদের জন্য সমান সুযোগ ছিল না। প্রথম টেস্টে এই পিচে সর্বমোট ১২৮৯ রান হয় ৫ দিনে। যেখানে উইকেট পতন হয় মাত্র ১৭টি। উইকেট প্রতি গড় ৭৫.৮২ রান।  এই পিচ আইসিসির নির্দেশিত মানের চেয়েও নিচে।’

মাধুগালের রিপোর্টটি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।

ওই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রান করে ইনিংস ঘোষণা করে, তারপর শ্রীলঙ্কা ৮ উইকেট ৬৪৮ রানে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে করে ২ উইকেটে ১০০। ম্যাচ ড্র হয়ে যায়।

সর্বশেষ খবর