বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বকেয়া পরিশোধের ঘোষণা বাফুফের

ক্রীড়া প্রতিবেদক

বাফুফের কাছে পেশাদার লিগে দলগুলোর বকেয়ার অংকের পরিমাণ কম নয়। লিগ কমিটি দিচ্ছি দেব বলেই শেষ। বকেয়া মেটানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ঘোষণা দেন দ্বিতীয় লেগ মাঠে গড়ানোর আগেই ক্লাবগুলোর বকেয়া দেওয়া হবে। তবে পুরোটা নয়, বড় অর্থের চেক দেওয়া হবে। এদিকে লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকেই দ্বিতীয় লেগ শুরু হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আপাতত খেলা হবে। প্রশ্ন উঠেছে যেখানে বছরের পর বছর বকেয়া পড়েছিল। সেখানে এত দ্রুত ১৩টি ক্লাবকে অর্থ দেওয়া কি সম্ভব? সালাম বলেন, ক্লাবগুলোর দাবি ছিল ঈদের আগে তাদের অংশগ্রহণ ফি দেওয়া। আমরা চিন্তা করেছি এমন পরিস্থিতিতে ক্লাব চালানো কষ্টকর হয়ে পড়ছে। লিগ শুরুর আগে আমরা সেই অর্থ বুঝিয়ে দেব।

সর্বশেষ খবর