শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পেসার শরীফুলের টেস্ট অভিষেক

ক্রীড়া প্রতিবেদক

পেসার শরীফুলের টেস্ট অভিষেক

অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে দীর্ঘকায় বাঁ হাতি পেসার শরীফুল ইসলামের। আগের দিনই ভিডিও বার্তায় জানিয়েছিলেন, ছোট বেলা থেকেই তিনি স্বপ্ন দেখেছেন টেস্ট খেলার। সেই স্বপ্নটা পূরণের দিনে আবার ইতিহাসের পাতায় ঠাঁইও নিয়েছেন বাঁ হাতি দীর্ঘকায় পেসার। পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে  স্বাগতিক শ্রীলঙ্কার যে একটি উইকেটের পতন হয়েছে, সেটার শিকারি ১৯ বছর বয়সী পেসার শরীফুলের। গতকাল শরীফুলের অভিষেক হয়েছে ৯৭ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে। তাকে সুযোগ দিতে সাজঘরে বসে থাকতে হয়েছে ইবাদত হোসেনকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টেও স্কোয়াডে ছিলেন তিনি। তখনই তিনি বলেছিলেন, ‘টেস্ট না খেললেও মনে হয়েছিল তিনি খেলছেন।’ সেই স্বপ্নটা পূরণ হয়েছে।

বর্তমান টেস্ট দলে শরীফুল একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত সদস্য শরীফুল। গতি, বাউন্স ও সুইংয়ে মুগ্ধ টিম ম্যানেজমেন্ট কিছুদিন আগে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলে আলো ছড়ান। যদিও সিরিজে তার উইকেট ছিল মাত্র ২টি। তারপরও প্রতিপক্ষের সমীহ আদায় করে নিয়েছিলেন। গতকাল টেস্টের প্রথম দিন তিনি বোলিংয়ে আসেন ৪ নম্বর বোলার হিসেবে। দুই সতীর্থ আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ যখন লঙ্কান ব্যাটসম্যানদের সঙ্গে পেরে উঠছিলেন না, তখনই শরীফুল সাজঘরে ফেরান স্বাগতিক অধিনায়ক দিমুথ করুণারত্নকে।

ব্যক্তিগত ১১৮ রানের পরও শরীফুলের সুইং খেলতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটনকে। দিন শেষে শরীফুলের স্পেল ১৬-৩-৫২-১।         

সর্বশেষ খবর