শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দুই শিরোপায় দৃষ্টি কিংসের

ক্রীড়া প্রতিবেদক

দুই শিরোপায় দৃষ্টি কিংসের

শুরু হয়ে গেল বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়নের মিশন। সর্বোচ্চ ৩৪ পয়েন্ট নিয়ে পেশাদার ফুটবলে প্রথম লেগ শেষ করেছিল তারা। এবার দ্বিতীয় লেগে শীর্ষস্থান ধরে রাখতেই মাঠে নামবেন অস্কারের শিষ্যরা। শিরোপা ধরে রাখার মিশন। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় দ্বিতীয় লেগের প্রথম

ম্যাচে লড়বে কিংস। প্রতিপক্ষ উত্তর বারিধারা। প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল তারা। আজও শুরুটা জয়ে করতে চায় কিংস।

পয়েন্ট টেবিলে যে অবস্থান তাতে বসুন্ধরা বেশ সুবিধাজনক স্থানেই আছে। এক কথায় বড় ধরনের অঘটন না ঘটলে টানা দ্বিতীয়বার লিগ জিতে বসুন্ধরা কিংস আরেকটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। দ্বিতীয় অবস্থানে থাকা শেখ জামাল ধানমি র ২৬ ও ঢাকা আবাহনী ২৫ পয়েন্টে তৃতীয় স্থানে আছে। ৮ ও ৯ পয়েন্ট পার্থক্য। ঢাকা লিগ ইতিহাসে প্রথম পর্বে নিকটতম প্রতিদ্ব›িদ্বর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকেও মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু বসুন্ধরার যে শক্তি ও গতি তাতে অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভবনা ক্ষীণই বলা যায়।

কিংস সভাপতি ইমরুল হাসান বলেন, ‘এখনো ১২টি করে ম্যাচে বাকি আছে। সতর্ক হয়ে খেলতে হবে। আমাদের দৃষ্টি এখন দুই শিরোপায়। এক পেশাদার লিগ, দ্বিতীয় এএফসি কাপের গ্রুপ পর্ব। ইনজুরির কারণে বিশ্বনাথ ঘোষ আজ মাঠে নামছে না। তবে তপু বর্মণ নামতে পারে। মালদ্বীপে যাওয়ার আগে লিগের তিনটি ম্যাচ কিংসের। ৪ মে পুলিশ ও ৭ মে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়বে। আমাদের খেলোয়াড়রা অনুশীলনেই ছিল। সবাই ফিট আছে। তারপরও প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিব।’

সর্বশেষ খবর