সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

চ্যাম্পিয়ন ইন্টার মিলান

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন ইন্টার মিলান

ইন্টার মিলান সমর্থকদের উল্লাস

ইতালিয়ান সিরি এ লিগে ১১ বছর পর চ্যাম্পিয়ন হলো ইন্টার মিলান। গতকাল লিগের দুই নম্বরে থাকা আটলান্টা ১-১ গোলে সাসুলোর সঙ্গে ড্র করেছে। এর ফলে হাতে চার ম্যাচ রেখেই চ্যাম্পিয়ন হয়ে গেল ইন্টার মিলান। ৩৪ ম্যাচে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আটলান্টা। ৬৯ পয়েন্ট নিয়ে তিনে আছে এসি মিলান। এর অর্থই হলো, সিরি এ লিগে সামনের চার ম্যাচের ফল যাই হোক, ইন্টার মিলানকে কোনো দলই স্পর্শ করতে পারবে না। জুভেন্টাসের দীর্ঘ ৯ মৌসুমের রাজত্ব শেষ করল তারা। এর আগে সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে সিরি এ জয় করেছে ইন্টার মিলান। সবমিলিয়ে ইন্টার মিলান ১৯ বার সিরি এ লিগ জয় করেছে। গতকাল জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে অডিনেসকে। জুভেন্টাসের পক্ষে দুটি গোলই করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে লিগে তিনি ২৭ গোল করলেন।

সর্বশেষ খবর