মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

তবু সতর্ক কিংস

ক্রীড়া প্রতিবেদক

দুই প্রতিদ্বন্দ্বী শেখ জামাল ৮ ও ঢাকা আবাহনী  চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে তারা শীর্ষে অবস্থান করছে। পয়েন্টের টেবিলই বলে দিচ্ছে বড় কোনো অঘটন না ঘটলে কিংসেরই কিং হওয়ার সম্ভাবনা বেশি। তবু সতর্ক অস্কারের শিষ্যরা। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংসের চৌদ্দতম ম্যাচ। প্রতিপক্ষ পুলিশ এফসি। শক্তির বিচারে পুলিশের পাত্তা পাবার কথা নয়, বড় ব্যবধানে জেতা উচিত। কিন্তু পুলিশকে কোনোভাবেই দুর্বল ভাবছে না তারা। আগের ম্যাচে ড্র করে ঢাকা আবাহনীকে রুখে দিয়েছে। তাছাড়া প্রথম লেগে পুলিশকে হারাতে ঘাম ঝরাতে হয়েছিল চ্যাম্পিয়নদের। ২-১ গোলে জিতেছিল। টু আর রবসন ও রাউল জুটিতে অপ্রতিরোধ্য গতিতে এগুচ্ছে কিংস। তারপরও শিরোপার পথ যেন কোনোভাবে পিচ্ছিল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গোল উৎসব দিয়েই দ্বিতীয় লেগ শুরু করেছে। বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ফুটবল কিং বসুন্ধরা কিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর