মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন বিসিবির সাবেক সভাপতি কে জেড ইসলাম

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন বিসিবির সাবেক সভাপতি কে জেড ইসলাম

দেশের শত শত ক্রিকেটার তৈরির পাইপ লাইন ছিল নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সারা দেশের কয়েক হাজার স্কুল খেলতো এই টুর্নামেন্টে। নির্মাণ স্কুলের প্রবর্তক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাবেক সভাপতি নির্মাণ ইন্টারন্যাশনালের প্রবর্তক কামাল জিয়াউল ইসলাম (কে জেড ইসলাম) গতকাল বিকাল ৩টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬। তিনি স্ত্রী, ৪ পুত্র ও পুত্রবধূ, ৬ জন দৌহিত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। গতকাল রাত পৌনে ৯টায় আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। কে জেড ইসলাম ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউটেন্ট। এই ক্রীড়া সংগঠক ১৯৮৩ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮১-৮২ মৌসুমে ছিলেন ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক। পেশায় চার্টার্ড  অ্যাকাউন্ট হলেও ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পুরস্কার পান। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিসিবি।

সর্বশেষ খবর