বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

শ্রীলঙ্কা আসবে ১৬ মে ২৩ মে প্রথম ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা আসবে ১৬ মে ২৩ মে প্রথম ওয়ানডে

শ্রীলঙ্কায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফিরেছেন মুমিনুলরা। চ্যাম্পিয়নশিপে মুমিনুলবাহিনী ১-০ গোলে হেরেছে। পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায়। দেশে ফিরে ক্রিকেটাররা এখন হোম কোয়ারেন্টাইনে। অ্যাওয়ে সিরিজ খেলে বাংলাদেশ এখন ঘরের মাটিতে আতিথেয়তা দিবে শ্রীলঙ্কাকে। দ্বীপরাষ্ট্র্র ১৬ মে আসবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম ওয়ানডে ২৩ মে। পরের দুটি যথাক্রমে ২৫ ও ২৮ মে। সিরিজ শেষ করে লঙ্কান ক্রিকেট দল দেশে ফিরে যাবে ২৯ মে। শ্রীলঙ্কা সিরিজের পরপরই ৩১ মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। সূচিতে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে ২১ মে সাভার বিকেএসপিতে। ওয়ানডে ম্যাচ তিনটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং সবগুলো খেলা দিবা-রাত্রির। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৪৮ ওয়ানডে খেলে বাংলাদেশের জয় সাকল্যে ৭ এবং হার ৩৯। বাকি দুটি পরিত্যক্ত। ঘরের মাঠে টাইগাররা ওয়ানডে খেলেছেন ১৭টি এবং জয় ৪টি।   

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি

তারিখ  ম্যাচ                            ভেন্যু                           সময়

২১ মে প্রস্তুতি ম্যাচ                 বিকেএসপি                       সকাল ৯টা

২৩ মে প্রথম ওয়ানডে             শেরেবাংলা স্টেডিয়াম               দিবারাত্রি

২৫ মে দ্বিতীয় ওয়ানডে            শেরেবাংলা স্টেডিয়াম               দিবারাত্রি

২৮ মে তৃতীয় ওয়ানডে            শেরেবাংলা স্টেডিয়াম               দিবারাত্রি

সর্বশেষ খবর