বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

সিরিজে থাকছেন না গিবসন

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফিরেছে টাইগাররা। ক্রিকেটাররা সবাই ফিরলেও ফিরেননি হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। ক্যারিবীয় বোলিং কোচ শ্রীলঙ্কা থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ গেছেন। সেখানে বেশ অনেকদিন থাকবেন তিনি। ফলে ২৩ মে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে থাকতে পারছেন না তিনি। সিরিজ শেষ হলে দেশে ফিরে দলের সঙ্গে যোগ দিবেন। গিবসন টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন গত বছরের জানুয়ারিতে। তার প্রথম সফর ছিল পাকিস্তানে। তার সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গেভেল্টের জায়গায়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মাত্র ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন গিবসন। কোচ হিসেবে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। তিনি  বোলিং কোচ হিসেবে টাইগারদের সঙ্গে পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে ছিলেন।        

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর