বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

অপরাজেয় শেখ জামাল

সাইফকে হারাল মোহামেডাম

ক্রীড়া প্রতিবেদক

অপরাজেয় শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়েও দারুণ জয় ছিনিয়ে নিয়েছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। এ জয়ে শিরোপা জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখল হলুদ জার্সিধারীরা। বসুন্ধরা কিংসের মতোই চলমান লিগে অপরাজিত থাকল শেখ জামাল। ১৪ ম্যাচে ৯টিতে জিতেছে তারা। ড্র করেছে বাকি পাঁচটিতে।

গতকাল ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে শেখ জামাল। অষ্টম মিনিটে কাউন্টার আক্রমণ থেকে গোল করেন মুক্তিযোদ্ধার সোহেল। এরপর শেখ জামালের সুলেমান সিল্লাহ, ওতাবেক আর ওমর জোবেরা দারুণ কয়েকটা আক্রমণ করলেও প্রথমার্ধে ম্যাচে সমতায় ফিরতে পারেননি। ৩৫তম মিনিটে শেখ জামালের ফয়সাল আহমদ এবং মুক্তিযোদ্ধার মেহেদি হাসান উজ্জ্বলকে লাল কার্ড দেখান রেফারি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫১ মিনিটে ওতাবেকের গোলে সমতায় ফেরে শেখ জামাল। ডি বক্সের কয়েক গজ বাইরে থেকে ফ্রি কিকে গোলটি করেন উজবেকিস্তানের এই ফরোয়ার্ড। ১৩ মিনিট পরই দলকে এগিয়ে দেন সুলেমান সিল্লাহ। কর্নার কিক থেকে বল পেয়ে হেডে দারুণ এক গোল করেন তিনি। এ জয়ে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ২৯ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী লিমিটেড।

এদিকে সাইফ স্পোটিংকে ১-২ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী দল মোহামেডান। এই জয়ে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল সাদা কালোরা। ২৩ পয়েন্টে সাইফ নেমে এল ছয়ে।

ম্যাচের ৫২ মিনিটে নতুন রিংক্রুট ক্যামেরুনের ইয়াসিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬৯ মিনিটে মোহামেডানের রক্ষণভাগের খামখেয়ালিপনায় ম্যাচে সাইফ সমতায় ফিরে। মেরাজ হোসেন গোল করেন। ৮২ মিনিটে সুলেমান চমৎকার প্লেসিংয়ে জালে বল পাঠালে পুনরায় এগিয়ে যায়। এবার লিগে এটি তার ১১তম গোল। এছাড়াও গতকাল চট্টগ্রাম  আবাহনী ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর