শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা
আইসিসি সুপার লিগ

শীর্ষে ওঠার হাতছানি টাইগারদের

ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই শক্তিশালী। তার ওপর বিশ্বসেরা অলরাউন্ডার ফিরেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ফেবারিট হয়েই খেলতে নামবে তামিম বাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

আইপিএল খেলবেন বলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। করোনার ছোবল মারাত্মক আকার ধারণ করায় মাঝপথেই বন্ধ হয়ে গেছে আইপিএল। দেশে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার। এখন দুজনেই রয়েছেন আইসোলেশনে। টেস্ট চ্যাম্পিয়নশিপ না খেললেও দুই ক্রিকেটারকে দেখা যাবে ওয়ার্ল্ড কাপ সুপার লিগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে নিশ্চিত করেই শক্তি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের। টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও পূর্ণ শক্তি নিয়ে জয়ের টার্গেটে নেমে পড়বেন লড়াইয়ে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা ১৬ মে ঢাকায় আসছে। ২৩, ২৫ ও ২৮ মে-দিবারাত্রির ওয়ানডে তিনটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।

বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে তৃতীয় সিরিজ খেলবে টাইগাররা। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। মার্চে একই ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে তাদের মাটিতে। এবার দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে খেলবে তামিম বাহিনী। ছয় ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকা বাংলাদেশের সুবর্ণ সুযোগ পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার। এ জন্য শ্রীলঙ্কার বিপক্ষে সবগুলো জিততে হবে টাইগারদের।

যদিও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হেরেছে। সিরিজ হারলেও প্রাপ্তি ছিল। ব্যাটসম্যানরা রান করেছেন। বিশেষ করে ওয়ানডে অধিনায়ক তামিম ছিলেন ফর্মের তুঙ্গে। চার ইনিংসের তিনটিতেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। সিরিজের স্কোরগুলো ৯০, ৭৪*, ৯২ ও ২৪। একটি হাফসেঞ্চুরির ইনিংস ছিল মুশফিকুর রহিমের। রান করেছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এই তিন ব্যাটসম্যানই হতে পারেন তুরুপের তাস। সিরিজে দারুণ বোলিং করেছেন ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ৮ উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টকে আশ্বস্ত করেছেন। ব্যাটিং লাইনে তামিম, মুশফিক, লিটন ছাড়াও সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা ভরসার নাম। বোলিংয়ে তাসকিনের সঙ্গে মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান রয়েছেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ বোলিং করেছেন। ৭ ম্যাচে তার উইকেট ৮টি। বোলিংয়ে এ তিন পেসার ছাড়াও রয়েছেন স্পিনার সাকিব, মেহেদি হাসান মিরাজ। 

শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ ম্যাচে জয় সাকল্যে ৭টি। ঘরের মাটিতে খেলেছে ১৭ ওয়ানডে। জয় ৪টি। তিনটিরই ম্যাচ সেরা বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডই বলে আসন্ন সিরিজে সাকিবই ভরসা তামিম বাহিনীর। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে টাইগাদের প্রথম জয় টানা ১৫ ওয়ানডে হারের পর। ২০০৬ সালে ২২ ফেব্রুয়ারি বগুড়ায় প্রথম জয়টি ছিল ৪ উইকেটে। ২১২ রান তারা করেছিল মোহাম্মদ আশরাফুলের ৫১ রানে ভর করে। ম্যাচ সেরা হয়েছিলেন আফতাব আহমেদ ২১ বলে ৩২ রানের হার না মানা ইনিংস খেলে। দ্বিতীয় জয় ২০০৯ সালে মিরপুরে। ম্যাচ সেরা সাকিবের অপরাটিত ৯২ রানে ভর করে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় জয় ২০১২ সালে মিরপুরে। এবারও সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে ডিএল মেথডে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। ঘরের মাঠে সর্বশেষ জয় ২০১৯ সালে।

সর্বশেষ খবর