রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

আমেরিকার পেশাদার গলফে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের মাহি

ক্রীড়া প্রতিবেদক

আমেরিকার পেশাদার গলফে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের মাহি

বাংলাদেশের উদীয়মান অ্যামেচার গলফার আফনান মাহমুদ মাহি। গলফে নজর কেড়েই চার বছর আগে আমেরিকার আলাবামা স্টেট বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেয়েছিলেন। ভার্সিটি গলফে নজর কাড়ার পাশাপাশি তিনি গ্র্যাজুয়েশনও সাফল্যের সঙ্গে শেষ করেছেন। এখন আমেরিকাতেই পেশাদার গলফ শুরুর প্রতীক্ষায় আছেন। বাংলাদেশ প্রতিদিনকে ফোনে মাহি বলেন, ‘গলফই আমার স্বপ্ন। গলফ আমার ধ্যান-জ্ঞান। এখানে (আমেরিকা) আমি চার বছরে পড়াশুনার পাশাপাশি পেশাদার গলফে নাম লেখানোর জন্য প্রস্তুতি নিয়েছি। এখানকার গলফে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। আমার লক্ষ্য এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও যেন ভালো কিছু করতে পারি এবং বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে পারি।’ মাহি ২০১৭ সালে আমেরিকার চলে যান। সেখানে উল্লেখ্য এর আগে বাংলাদেশের কোনো গলফার আমেরিকার পেশাদার গলফে অংশ নেওয়ার সুযোগ পায়নি।

মাহির বাবা মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী বাংলাদেশ প্রফেশনাল গলফারর্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার স্বপ্ন মাহি আমেরিকাতেই প্রফেশনাল গলফ খেলুক এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনুক।’

সর্বশেষ খবর