রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

সুপার লিগ কাণ্ডে শাস্তির মুখে রিয়াল

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয়ান সুপার লিগ থেকে ৯টি দল নাম প্রত্যাহার করে নিয়েছে বেশ আগেই। তারা উয়েফার ফরম্যাটে চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে ৯টি ক্লাব মিলিতভাবে দেড় কোটি ইউরো অনুদান দিবে ফুটবলের উন্নয়নের জন্য। তাছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ থেকে প্রাপ্ত রাজস্বের পাঁচ শতাংশও দিতে হবে। এখনো সুপার লিগের সিদ্ধান্তে অটল থাকা তিন ক্লাব বড় ধরণের শাস্তি পেতে পারে।

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেনি। উয়েফা সভাপতি সেফেরিন বলেছেন, ‘সুপার লিগ থেকে সরে আসার আহ্বান প্রত্যাখ্যান করা ক্লাবগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার আছে উয়েফার।’

সর্বশেষ খবর