মঙ্গলবার, ১১ মে, ২০২১ ০০:০০ টা

আইসিসির এপ্রিল সেরা বাবর

ক্রীড়া ডেস্ক

আইসিসির এপ্রিল সেরা বাবর

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পারফরম্যান্স ছিল না। দলের সেরা ক্রিকেটারের পারফরম্যান্স নেই। কিন্তু সিরিজ জিততে কোনো সমস্যা হয়নি দলের। বাবর আজম টেস্টে ভালো না করলেও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করার ফল পেয়েছেন বাবর। আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর। মেয়েদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার এলিসা হিলি। আইসিসি দুজনের নাম ঘোষণা করেছে গতকাল। বাবর এখন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে ৮২ বলে ৯৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেন বাবর। তার পয়েন্ট ৮৬৫। মেয়েদের বিভাগে সেরা হিলির পারফরম্যান্স ছিল দারুণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স ৩ ম্যাচে ৫১.৬৬ গড়ে রান ১৫৫। তিনমাস ধরে এই পুরস্কার দিচ্ছে আইসিসি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমির সদস্য জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা ভোট দেন ই-মেইলে এবং আইসিসির নিবন্ধিত সমর্থকরা ভোট দেন আইসিসির ওয়েবসাইটে।

সর্বশেষ খবর