বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

বিশ্বকাপে আর্চারির টার্গেট ‘ওয়াইল্ড কার্ড’

ক্রীড়া প্রতিবেদক

আর্চারি খেলা বাংলাদেশে এখনো ততটা জনপ্রিয়তা পায়নি। তবু তীর ধনুকের এ খেলায় প্রাপ্তি কম নয়। কমনওয়েলথ গেমসে শুটিং থেকে বাংলাদেশের দুটি সোনা জয়ের রেকর্ড রয়েছে। তবুও স্বাধীনতার ৫০ বছরে সেরা প্রাপ্তিটা এসেছে আর্চারিতেই। যে কোনো বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জয়ের কৃতিত্ব রয়েছে রোমান সানার। নেদারল্যান্ডে আয়োজিত আসরে বড় চমকটা দেখান তিনিই। এস এ গেমসে রীতিমতো ইতিহাস গড়েছেন আর্চাররা। ১০ ইভেন্টে ১০টিই সোনা জয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এ এক নতুন রেকর্ড। এবার আর্চারির সবচেয়ে মর্যাদাকর আসর বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। ১৭ মে থেকে সুইজারল্যান্ডের বিশ্বকাপ (স্ট্রেজ টু) শুরু হবে। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ১৫ মে। এ আসরের পর আগামী মাসেই প্যারিসে বাংলাদেশ আরেকটি বিশ্বকাপে অংশ নেবে। সুইজারল্যান্ডে বাংলাদেশ পুরুষ ও মহিলা দলগত, একক, দ্বৈত ও রিকার্ভ বিভাগে মিশ্র দ্বৈতে খেলবে। রামকৃষ্ণ সাহা, রোমান সানা, হাকিম আহমেদ ও তামিমুল ইসলাম।

সর্বশেষ খবর