সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

লঙ্কান ক্রিকেটাররা ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

লঙ্কান ক্রিকেটাররা ঢাকায়

ঈদের রেশ এখনো কাটেনি। সবাই ঈদ উদযাপনে ব্যস্ত। তখনই ক্রিকেট খেলতে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা। কুশল পেরেরা নেতৃত্বে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে গতকাল সকালে নিজস্ব বিমানে চড়ে ঢাকায় পা রেখেছে। হজরত শাহজালাল বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে হোটেল সোনারগাঁওয়ে চলে যায় দলটি। সেখানে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবে।

সে সময় দুটি কভিড-১৯ পরীক্ষা দিবেন লঙ্কান ক্রিকেটাররা। পরীক্ষায় নেগেটিভ আসলেই ১৯ মে বুধবার অনুশীলন করতে নামবেন কুশল পেরেরারা। দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৩ মে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে আরও একবার কভিড পরীক্ষা করবেন লঙ্কান ক্রিকেটাররা। নেগেটিভ হলেই ওয়ার্ল্ড সুপার লিগের প্রথমটি খেলতে নামবেন সফরকারীরা। ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ তিনটি দিবা-রাত্রির এবং ২৩, ২৫ ও ২৮ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।            

প্রাণঘাতী করোনাভাইরাস চলাকালীন বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয় কোনো দল আন্তর্জাতিক সিরিজ খেলতে আসলো বাংলাদেশে। ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে তামিম বাহিনী হোয়াইটওয়াশ করেছিল ক্যারিবীয়দের। করোনাকালীন প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ খেলে নিউজিল্যান্ডে। কিন্তু তাসমান সাগর পাড়ের দেশটিতে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরে। সেখান থেকে ফিরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে উড়ে যায় শ্রীলঙ্কায়। পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয়টি হেরে যায়। ফিরে আসে দেশে। এখন প্রস্তুতি নিচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে আতিথেয়তা দিতে।

ওয়ার্ল্ড সুপার সিরিজে বাংলাদেশ তৃতীয় সিরিজ খেলবে। ৬ ম্যাচে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে তামিম বাহিনী। সবার উপরে ইংল্যান্ড। ২০২৩ সালের বিশ্বকাপ সরাসরি খেলতে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে। সেই লড়াইয়েই টিকে থাকতে সিরিজ দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। বাংলাদেশ সিরিজ জিতলেই উঠে যাবে সবার উপরে। ইংল্যান্ডের কাছে হেরে লঙ্কার পয়েন্ট ৩ ম্যাচে শূন্য।

২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে কুশল পেরেরার নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা। সিরিজের সহ-অধিনায়ক কুশল মেন্ডিস। ভবিষ্যতের কথা মাথায় রেখে দলে সুযোগ হয়নি টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল ও সুরাঙ্গা লাকমলের মতো সিনিয়র ক্রিকেটার। দলের একমাত্র ত্রিশোর্ধ্ব ক্রিকেটার বাঁ হাতি পেসার ইসুরু উদানা।

দলটির বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ৪৮ ওয়ানডে খেলেছে। জয় সাকল্যে ৭ এবং হার ৩৯টি। ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ১৭ ম্যাচ। জয় ৪টি।

 

স্কোয়াড

কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনাঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাক্যান, চামিকা কারুণারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।

সর্বশেষ খবর