সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

লিস্টার সিটির ইতিহাস

ক্রীড়া ডেস্ক

লিস্টার সিটির ইতিহাস

এফএ কাপে অবশেষে শিরোপা ধরা দিল লিস্টার সিটির হাতে। ২০১৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগজয়ীরা শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে ইউরি টিলেমানসের একমাত্র গোলে জিতেছে চেলসিকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে। এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেও কখনো শিরোপায় চুমু আঁকতে পারেনি লিস্টার সিটি। সেই ১৯৬৯ সালে সবশেষ উঠেছিল এফএ কাপের ফাইনালে। এরপর এবার সেমিফাইনালে সাউদাম্পটনকে হারিয়ে ৫২ বছর পর তারা জায়গা করে নেয় শিরোপা লড়াইয়ের মঞ্চে। এর আগে ১৯৬৯ সাল ছাড়াও ১৯৪৯, ১৯৬১ ও ১৯৬৩ সালে এফএ কাপের ফাইনাল খেলেছে লিস্টার সিটি। তবে কোনোবারই তারা শিরোপা স্পর্শ করতে পারেনি। ৪৪তম দল হিসেবে এফএ কাপ জয় করলো লিস্টার সিটি। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল (১৪বার)। ১২ বার এফএ কাপ জয় করে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাম্প্রতিক সময়ে ফুটবলে দারুণ আশা জাগানো দল  চেলসি হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলেছে। বুধবার লিগে ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে হারের পর এফএ কাপেও পেল পরাজয়ের লজ্জা। অথচ দিন কয়েক আগেই তারা লিগের ম্যাচে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে পরাজিত করেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে দ্রুত ছন্দে ফিরতে হবে চেলসিকে। তাছাড়া সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, দলকে জাগিয়ে তুলতে নতুন কিছু ভাবতে হবে কোচ টমাস টুখেলকে।

লিস্টার সিটি দুর্দান্ত এক দল হয়ে উঠছে বর্তমানে। চলতি  মৌসুমে তারা এফএ কাপ জয়ের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগেও শীর্ষ চারে স্থান ধরে রেখেছে। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। আর একটা ম্যাচ জিতলেই তাদের সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

এফএ কাপ জয়ের পর লিস্টার সিটির কোচ ব্রেন্ডন রজার্স বলেছেন, ‘এই শিরোপা ফুটবলার, সমর্থক এবং মালিক পক্ষের জন্য।’ ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর থেকেই নতুন ফুটবল পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর