শিরোনাম
সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন ফুটবলের কারিগর মনসুর

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন ফুটবলের কারিগর মনসুর

দেখলেই ডান হাত উঁচু করে উচ্চস্বরে বলতেন আসসালামু আলাইকুম। কত চেনা ডাক অথচ আর কখনো শোনা যাবে না এ ডাকটা। না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের কারিগর মনসুর আলী। গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মনসুর। বাংলাদেশে অনেক জনপ্রিয় ক্রীড়াবিদ বা সংগঠক ছিলেন। কিন্তু মনসুরকে চেনেন না ক্রীড়াঙ্গনে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা। তারপরও সাংগঠনিক মেধার দিক দিয়ে তিনি ছিলেন অনেকের চেয়ে সেরা। ১৯৮৩ সালে নিজের নামে গঠন করেন মনসুর স্পোর্টিং ক্লাব। তৃণমূল থেকে খেলোয়াড় সংগ্রহ করে ঘষে মেজে তাদের তৈরি করেছেন। মনসুরের অনুশীলনে গড়া কত ফুটবলার যে পেশাদার লিগ বা জাতীয় দলে খেলেছেন তা হিসাব মেলানো মুশকিল। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের বড় ক্ষতি হয়ে গেল।

যে লোকটি কারোর মৃত্যুতে শোক জানিয়ে প্রেস রিলিজ দিতে মিডিয়া পাড়ায় ছুটে বেড়াতেন। তিনিই কিনা চলে গেলেন বড্ড নীরবে।

সর্বশেষ খবর