সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

ম্যানসিটির শিরোপা পুনরুদ্ধার

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার তারা নিউক্যাসলকে ৪-৩  গোলে হারিয়ে লিগ জয়ের উৎসব করেছে। অবশ্য গত মঙ্গলবার লিস্টার সিটির কাছে ম্যানইউ হেরে যাওয়ার পরই ম্যানসিটির লিগ জয় নিশ্চিত হয়ে যায়। শুক্রবার ম্যানসিটির পক্ষে হ্যাটট্রিক করেন স্প্যানিশ ফুটবলার  ফেরান তোরেস।

লিগে বর্তমানে ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে  পেপ গার্ডিওলার দল ম্যানসিটি। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানইউ। সামনের দুই ম্যাচে লিগে অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ম্যানসিটি সবমিলিয়ে সাতবার লিগ জয় করেছে। এর মধ্যে গার্ডিওলা যুগেই তিনবার লিগ জয় করেছে তারা (২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০২০-২১)। এছাড়াও গত দশকে আরও দুইবার লিগ জয় করেছে দলটা।

 ম্যানচেস্টার ইউনাইটেডের আধিপত্যের যুগ শেষ হতেই একই শহরের অন্য একটি দল লিগে আধিপত্য বিস্তার করেছে।

গত মৌসুমে দীর্ঘ তিন দশকের লিগ শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। এক মৌসুম পরই লিগ পুনরুদ্ধার করল ম্যানসিটি। লিগ শিরোপা জিতে এবার চ্যাম্পিয়নস লিগে চোখ পেপ গার্ডিওলার শিষ্যদের। ২৯ মে ফাইনালে তারা মুখোমুখি হবে চেলসির। গার্ডিওলা এরই মধ্যে শিষ্যদের বলেছেন, তোমরা উৎসব কর লিগ জয়ের জন্য। তবে মনোযোগ থাকতে হবে সামনের ম্যাচগুলোর জন্য। লিগের প্রতিটা ম্যাচেই প্রস্তুতি নিতে হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য। লিগ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগেও ফেবারিট হিসেবেই খেলতে নামবে পেপ গার্ডিওলার দল।

সর্বশেষ খবর