সোমবার, ১৭ মে, ২০২১ ০০:০০ টা

হকিকে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

ক্রীড়া প্রতিবেদক

হকি লিগ হয়েছিল সর্বশেষ ২০১৮ সালে। এরপর ২০১৯ ও ২০২০ সালে লিগ হতে পারেনি প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য। লিগ না হওয়ায় ক্লাব ও খেলোয়াড়রা বিপর্যস্ত হয়ে পড়ে। দুই বছর ধরে মাঠে খেলা না থাকায় ক্লাব ও খেলোয়াড়রা চাইছে মাঠে হকি ফিরুক। কিন্তু অর্থের জন্য সেটা হচ্ছিল না। তাই হকি ফেডারেশনের কাছ থেকে অনুদান পেলে লিগ খেলার আগ্রহ প্রকাশ করে ক্লাবগুলো। ক্লাবগুলোর অনুরোধ শুনে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। প্রধানমন্ত্রী নিরাশ করেননি। লিগ আয়োজনে ফেডারেশনকে ১ কোটি টাকা অনুদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। কোটি টাকা ঈদের ছুটি শুরুর আগে পেয়েছে হকি ফেডারেশন।

টাকা প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কোটি টাকার চেক আমরা পেয়েছি। আমরা খুব খুশি। এই টাকা হকির পথচলায় অনেক বড় অবদান রাখবে। ক্লাবগুলোকে কিছু অনুদান দিয়ে হলেও লিগ শুরুর চেষ্টা করছি। আমরা চাইছি ক্লাবগুলো খেলায় ফিরুক। শিগগিরই প্রিমিয়ার লিগ শুরু করতে চাইছি।’ লিগ না হলেও ফেডারেশন চাচ্ছিল দুটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ও অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ আয়োজন করতে। কিন্তু করোনাভাইরাসের জন্য সেটাও হয়নি। 

সর্বশেষ খবর