মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

নারী লিগে ফিকশ্চার ঘিরে বিতর্ক

বাফুফেকে বসুন্ধরা কিংসের চিঠি

ক্রীড়া প্রতিবেদক

নারী লিগে ফিকশ্চার ঘিরে বিতর্ক

নারী ফুটবল লিগ এমনিতেই অনিয়মিত। অধিকাংশ বড় ক্লাবই এ লিগ খেলতে আগ্রহী নয়। এমনো দেখা যাচ্ছে নাম এন্ট্রি করেও নানা অজুহাতে দল গড়া থেকে বিরত থাকছে। নারী ফুটবলারদের উজ্জীবিত করতে বসুন্ধরা কিংসের ভূমিকা উল্লেখ করার মতো। গতবার লিগে অভিষেকেই অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। নারীদের ঘরোয়া আসরে নতুনত্ব আনে কিংসই। অথচ বাফুফের ভূমিকা এক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। এবার লিগের আইনকানুনও মানা হচ্ছে না ঠিকমতো। এমনকি ফিকশ্চার তৈরিতেও বিতর্ক তৈরি হয়েছে।  দুই রাউন্ড করে খেলার পর করোনার কারণে লিগ স্থগিত হয়। তবে আগামীকাল থেকেই পুনরায় লিগ মাঠে গড়াচ্ছে। ফিকশ্চারে সব দল সমান সুবিধা পাবে এটাই নিয়ম। কিন্তু অভিযোগ উঠেছে নারী ফুটবল কমিটির দায়িত্ব নিয়ে। লক্ষ্য করা যাচ্ছে আতাউর রহমান ভূঁইয়া কলেজের অধিকাংশ ম্যাচই বিকালে রাখা হয়েছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে খেলতে হবে দুপুরে। কেন এ ব্যবস্থা তা জানতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বসুন্ধরা কিংস ফিকশ্চার সূচিতে আপত্তি জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিয়েছে।

সর্বশেষ খবর