বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা
এএফসি কাপের নতুন ফিকশ্চার

৩০ জুন মাজিয়ার মুখোমুখি বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

৩০ জুন মাজিয়ার মুখোমুখি বসুন্ধরা কিংস

চূড়ান্ত প্রস্তুতি থাকার পরও এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচ স্থগিত হয়। ১৪ মে থেকে মালদ্বীপের রাজধানী মালেতে এ আসর শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৯ মে মালদ্বীপ ফুটবল ফেডারেশন এএফসিকে জানিয়ে দেয় করোনার এমন পরিস্থিতিতে তাদের  দেশে ম্যাচ আয়োজন সম্ভব নয়। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তা মেনে নেয়। এ নিয়ে বিতর্কের ঝড় উঠে। অভিযোগ আছে বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়নের সম্ভাবনা দেখে বাকি দলগুলো জোট বেঁধে টুর্নামেন্ট স্থগিত করে।

যাক পুনরায় টুর্নামেন্টের ফিকশ্চার ঘোষণা করা হয়েছে। ৩০ জুন থেকে ‘ডি’ গ্রুপের ম্যাচ মাঠে গড়াবে। সেদিন বসুন্ধরা লড়বে মাজিয়ার বিপক্ষে। ৩ জুলাই প্লে-অফ ম্যাচে বেঙ্গালুরু ও ঈগলসের মধ্যে জয়ী দল হবে বসুন্ধরার প্রতিপক্ষ। ৬ জুলাই মোহনবাগানের বিপক্ষে কিংসের শেষ ম্যাচ। টুর্নামেন্ট যে মালদ্বীপই হবে তা নিশ্চিত নয়। এএফসি চিঠিতে জানিয়েছে বসুন্ধরা ও মোহানবাগান নিজ ভেন্যুতে আয়োজনের আপিল করতে পারবে। ম্যাচ কোথায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এএফসি।

সর্বশেষ খবর