শিরোনাম
বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা
অপ্রতিরোধ্য লেবানডস্কি

পাচ্ছেন গোল্ডেন বুট

ক্রীড়া ডেস্ক

পাচ্ছেন গোল্ডেন বুট

ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে দীর্ঘ এক দশক রাজত্ব করেছেন মেসি ও রোনালদো। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মেসি ও রোনালদোর বাইরে কেবল লুইস সুয়ারেজই এই পুরস্কার জয় করেছেন। ইউরোপিয়ান লিগগুলোতে সর্বোচ্চ গোলদাতাকে এই পুরস্কার দেওয়া হয়। গত বছরই মেসি ও রোনালদোর রাজত্ব শেষ করেছেন লেজিওর ইতালিয়ান স্ট্রাইকার সিরো ইমোবিল। এ বছরও মেসি ও রোনালদোর কেউই এ পুরস্কার জিততে পারছেন না। ইউরোপিয়ান গোল্ডেন বুট ট্রফি মোটামুটি নিশ্চিত করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। জার্মান বুন্দেসলিগায় এবার ৪০ গোল করেছেন লেবানডস্কি। এখনো হাতে একটা ম্যাচ আছে তার। তালিকার দুইয়ে আছেন মেসি। লা লিগায় এবার তিনি গোল করেছেন ৩০টি। এছাড়াও জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ২৯ গোল করে তিনে, ফ্র্যাঙ্কফুর্টের আন্দ্রে সিলভা ২৭ গোল করে চারে ও পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ২৬ গোল করে পাঁচে অবস্থান করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর