বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন হকির প্রিয়মুখ শামসুল বারী

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন হকির প্রিয়মুখ শামসুল বারী

মেয়ের মৃত্যুতে শোকে কাতর ছিলেন। এখন নিজেই চলে গেলেন না ফেরার দেশে। বাংলাদেশের হকির প্রিয় মুখ শামসুল বারী (৭৫) আর নেই। গতকাল ভোরে স্থানীয় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মওলানা ভাসানী স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশে যে কজন হকি তারকা ছিলেন তার মধ্যে অন্যতম নাম শামসুল বারী। পঞ্চাশ দশকের শেষের দিক থেকেই হকিতে বারীর পথ চলা শুরু। ঘরোয়া আসরে তিনি খেলেছেন মোহামেডান, আবাহনী ও মাহুতটুলিতে। তৎকালীন পূর্ব পাকিস্তান দলে নিয়মিত খেলেছেন। খেলোয়াড়ি জীবনে ইতি টেনে তিনি সাংগঠনিক তৎপরতায় জড়িয়ে পড়েন। হকি ফেডারেশনের সবচেয়ে দীর্ঘ সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বারী।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হকির কিংবদন্তি আবদুস সাদেক তার মৃত্যুতে শোকাহত। বললেন, ‘৬০ বছরের বেশি সময় ধরে বারীর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। দু’জনেই আরমানিটোলা স্কুলে পড়াশুনা করেছি। দীর্ঘ সময়ে এক দলে খেলেছি। স্বাধীনতার পর আবাহনী হকিতে প্রথম দল গড়ে। আমি সেই দলের অধিনায়ক ছিলাম। আমার অফারে বারী আবাহনীতে যোগ দেয়। আমার নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তান দলে সুনামের সঙ্গে খেলেন বারী। ফুল ব্যাক পজিশনে অসাধারণ খেলত। ১৯৭০ সালে এশিয়ান চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান দল ঢাকায় আসে। পূর্ব পাকিস্তানের বিপক্ষে তারা ১-০ গোলে জয়লাভ করে। ওই ম্যাচে বারীর নৈপুণ্য এখনো আমার চোখে ভাসে। শট কর্নারে ছিলেন পারদর্শী। কিছুদিন আগে মেয়ে হারালেন। এখন নিজেই চলে গেলেন। বারীর মৃত্যুতে হকির বড় ক্ষতি হয়ে গেল।’

সর্বশেষ খবর