বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

জিদান আউট আল্লেগ্রি ইন!

রিয়াল মাদ্রিদে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে সামনের মৌসুমে। চলতি মৌসুম শেষ হতেই দল ছেড়ে দিতে পারেন কোচ জিনেদিন জিদান এবং অধিনায়ক সার্জিও রামোসসহ আরও অনেকে। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, মৌসুমের পরই রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন কোচ জিনেদিন জিদান, অধিনায়ক সার্জিও রামোস, ডিফেন্ডার মার্সেলো, ইসকো, রাফায়েল ভারানে এবং লুসাক ভাজকুয়েজ। অন্য এক প্রতিবেদনে মার্কা জানিয়েছে, এরই মধ্যে ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির সঙ্গে দুই বছরের চুক্তির ব্যাপারে কথা বলে রেখেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য আল্লেগ্রির সঙ্গে চুক্তি নির্ভর করছে জিনেদিন জিদানের সিদ্ধান্তের উপর। জিদান এরই মধ্যে বেশ কয়েকবারই ইঙ্গিত দিয়েছেন, সামনের মৌসুমে রিয়ালে তিনি থাকতে চান না। এবার দেখা যাক, জিদানের বিদায়ে আল্লেগির পথ খুলে কি না! ২০১৯ সালে জুভেন্টাসের চাকরি ছাড়ার পর থেকে অবসরেই আছেন তিনি। রিয়ালের পরবর্তী কোচ হিসেবে রাউলের নামও শোনা যাচ্ছে।

রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে আছেন। লা লিগায় আর মাত্র একটা ম্যাচ খেলেই মৌসুম শেষ করবে রিয়াল মাদ্রিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর