বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

সিরিজ জয়ের প্রত্যয় টাইগারদের

‘আমি চেষ্টা করছি, আস্তে আস্তে নিজেকে মেলে ধরতে চাইছি। আজ যেমন প্রথম সুযোগ পেলাম। খেয়াল ছিল যেন হাতে কিংবা পায়ে ব্যথা না পাই।’

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ জয়ের প্রত্যয় টাইগারদের

হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আইপিএল। টি-২০ টুর্নামেন্টটি বন্ধ হওয়ায় খেলার বাইরে চলে আসেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। দুই তারকা ক্রিকেটার বিশেষ ব্যবস্থায় ভারত থেকে ঢাকায় এসেই কোয়ারেন্টাইনে চলে যান। ১২ দিনের কোয়ারেন্টাইন শেষ করে মঙ্গলবার টাইগারদের প্রথম দিনের অনুশীলনে যোগ দেন দুজন। কিন্তু বৃষ্টির জন্য অনুশীলন হয়নি। গতকাল দ্বিতীয় দিন প্রথমবারের মতো পুরো দল ব্যাটিং ও বোলিং করেছে। বোলিং করেছেন মুস্তাফিজও। আজ বিকেএসপিতে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা।

আগামীকাল একই ভেন্যুতে শ্রীলঙ্কা খেলবে প্রস্তুতি ম্যাচ। আজকের প্রস্তুতি ম্যাচের পরই চূড়ান্ত দল ঘোষণা করবে টিম ম্যানেজমেন্ট।

কোয়ারেন্টাইন থেকে ফিরে নিজের ওপর আস্থা ফিরে পাচ্ছেন না রাজস্থান রয়্যালসের পক্ষে খেলা মুস্তাফিজ, ‘আইপিএল আর দেশে ২৫ দিনের রুম কোয়ারেন্টাইনে এক দিন অনুশীলন করেছি। একটি ম্যাচ খেলেছি। এখন জানি না.. আমি আর সাকিব ভাই, আমরা দুজনই ওরকমই প্রায় ছিলাম। কালকে তো (গত পরশু) অনুশীলন করতে পারিনি। আজ করলাম এবং আরও দুই দিন করব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম... দেখি চেষ্টা করে, কী হয়...’

আইপিএল খেলে ৬ মে ঢাকায় ফেরেন মুস্তাফিজ, সাকিব। দুজনে ঢাকার দুটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল গতকাল বুধবার। কিন্তু সরকারের বিশেষ অনুমতিতে দুই দিন আগে শেষ হয় কোয়ারেন্টাইন। দলের সঙ্গে গতকাল দুজনে সেন্টার উইকেটে ব্যাটিং ও বোলিং করেন। সিরিজ খেলতে অনভিজ্ঞ দল নিয়ে এসেছে শ্রীলঙ্কা। এমন একটি দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারেন। মুস্তাফিজও আশাবাদী সিরিজ জয়ের। কিন্তু সফরকারীদের হালকা চোখে দেখছেন না, ‘শ্রীলঙ্কাকে কোনোভাবেই ছোট করে দেখার কিছু নেই। ঘরের মাঠে আমরা সব সময়ই ভালো খেলি। অবশ্যই সিরিজ জেতা উচিত। এ জন্য শতভাগ খেলতে হবে।’

তামিম বাহিনী খেলার মধ্যেই আছে। শ্রীলঙ্কায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে এসেছে। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলেছে।

এ ছাড়া ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। ভালোমন্দ ফলাফলের আত্মবিশ্বাস নিয়েই খেলবে টাইগাররা। কিন্তু ‘কাটার মাস্টার’ নিজের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলেন, ‘অনেক...।’ না হওয়ার কোনো কারণও নেই। দেশের মাটিতে ১৪ দিন এবং ভারতে ৫ দিন কোনো ধরনের অনুশীলন করতে পারেননি মুস্তাফিজ। এ জন্য নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন, ‘দেশে একটানা ১৪ দিন, ভারতে ৫ দিন- এই ১৯ দিন যদি কিছু না করি, তাহলে তো হওয়ার কথা নয়। আমি চেষ্টা করছি, আস্তে আস্তে নিজেকে মেলে ধরতে চাইছি। আজ যেমন প্রথম সুযোগ পেলাম। খেয়াল ছিল যেন হাতে কিংবা পায়ে ব্যথা না পাই।’ আইপিএলে ৭ ম্যাচে ৮ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারে ৬৪ ম্যাচে ১১৮ উইকেট মুস্তাফিজের। শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্স ৯ ম্যাচে ১৫ উইকেট। আইপিএলে নিয়মিত ব্যাক অব দ্য হ্যান্ড স্লোয়ার, ইয়র্কার, স্লোয়ার ইয়র্ক এসব মেরেছেন।

সর্বশেষ খবর