বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

হচ্ছে না প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

হচ্ছে না প্রস্তুতি ম্যাচ

আন্তর্জাতিক টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ জরুরি। এতে চূড়ান্ত দল গড়ে ভুলত্রুটি শোধরানোর সুযোগ থাকে। আগামী ৩ জুন কাতারে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু হচ্ছে। দ্বিতীয় লেগের তিনটি ম্যাচে লড়বেন জামাল ভূঁইয়ারা। ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলা। প্রথম পর্বে অ্যাওয়ে ম্যাচে অংশ নেওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী তিনটি ম্যাচই বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের কারণে তা হচ্ছে না। নিরপেক্ষ ভেন্যু হিসেবে দোহাকে বেছে নিয়েছে ফিফা। নভেম্বরে কাতারের বিপক্ষে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ ০-৫ গোলে বিধ্বস্ত হয়েছিল।

বাফুফের লক্ষ্য ছিল ৩ জুন মূল লড়াইয়ের আগে কাতারের স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রীতিম্যাচ খেলা। এ জন্য ফুটবলাররা আগেই কাতারে উড়তে চেয়েছিল। কাতার ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে তাদের পক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। তাই কাতারে সরাসরি বাছাইপর্বে নামতে হবে। প্রস্তুতি ম্যাচ না হওয়ায় ফুটবলাররা স্বাভাবিকভাবে হতাশ। বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ হচ্ছে করোনা পরীক্ষায় অন্য ফুটবলাররা নেগেটিভ শনাক্ত হলেও উইংগার মোহাম্মদ ইব্রাহিম পজিটিভ শনাক্ত হয়েছেন। ৩০ মে কাতারে যাবে জামাল ভূঁইয়ারা। তার আগে ম্যানেজমেন্ট কমিটি চেষ্টা করছে ঢাকায় দুটি ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর