শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

উইকেটের পেছনে তবু মুশফিকেই আস্থা

প্রায় প্রতিটি সিরিজেই গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়তে, কিংবা স্ট্যাম্পিং অথবা রান আউট মিস করতে দেখা যায় মুশফিকুর রহিমকে। তার মিসগুলোয় চরম খেসারত গুনতে হয় দলকে। তারপরও উইকেটের পেছনে মুশফিকের ওপরই আস্থা রাখছেন অধিনায়ক তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

উইকেটের পেছনে তবু মুশফিকেই আস্থা

এক-দুটি সিরিজে নয়। প্রায় প্রতিটি সিরিজেই গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়তে, কিংবা স্ট্যাম্পিং অথবা রান আউট মিস করতে দেখা যায় মুশফিকুর রহিমকে। তার মিসগুলোয় চরম খেসারত গুনতে হয় দলকে। এতে করে কখনো কখনো জেতা ম্যাচ ছিটকে গেছে হাত থেকে।

উইকেটরক্ষক মুশফিকের পারফরম্যান্স নিয়ে এখন নিত্যই সমালোচনা হচ্ছে। অনেকেই চাইছেন, দেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারটি যেন শুধু ব্যাটসম্যান হয়েই খেলেন। উইকেটের পেছনে গ্লাভস হাতে লিটন, মিঠুন কিংবা অন্য কেউ দায়িত্ব পালন করুক। অবশ্য বেশ অনেকদিন ধরে টেস্ট ক্রিকেটে মুশফিক উইকেটরক্ষক নন, একজন ব্যাটসম্যান হিসেবে খেলছেন। তবে ওয়ানডেতে এখনো গ্লাভস হাতে দায়িত্ব পালন করছেন। ২৩ মে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ওয়ার্ল্ড কাপ সুপার সিরিজের মহাগুরুত্বপূর্ণ সিরিজটিতে উইকেটরক্ষক হিসেবে ২২৪ ম্যাচে ১৮৬ ক্যাচ ও ৯১ স্ট্যাম্পিং করা মুশফিকের ওপরই আস্থা রাখছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ‘আমি ওর (মুশফিক) উইকেটকিপিং নিয়ে খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ হাতছাড়া করা, এগুলো খেলার অংশ। সত্যি কথা বলতে, আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। তার কিপিং নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

ওয়ানডে, টেস্ট ও টি-২০-তিন ফরম্যাটেই দেশের সেরা ব্যাটসম্যানের একজন মুশফিক। সাবেক অধিনায়ক ২৩২ ম্যাচে রান করেছেন ৪৩৪৪। সবচেয়ে বেশি ৭৪৫২ রান করেছেন তামিম ২১৩ ম্যাচে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের রান ২০৯ ম্যাচে ৬৪৩৬। ব্যাটসম্যান নিয়ে মুশফিকের ওপর বরাবরই আস্থা টিম ম্যানেজমেন্টের। দুবাইয়ে সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ম্যাচজয়ী যে ইনিংসটি খেলেছিলেন মুশফিক, এরপর আর তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। ব্যাটসম্যান মুশফিক নয়, বরাবরই তার কিপিং নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু টাইগার অধিনায়ক আত্মবিশ্বাসী তার গ্লাভস জোড়ার ওপর, ‘আমাদের টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক, কারও একটা মিনিটের জন্যও সংশয় নেই যে সে প্রথম ওয়ানডেতে কিপিং করবে। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করবে। শুধু প্রথমটা নয়, পুরো সিরিজেই করবে। আমি নিশ্চিত, সে ভালো করবে।’ দলে লিটন দাস, মোহাম্মদ মিঠুনের মতো উইকেটরক্ষক ব্যাটসম্যান রয়েছেন। তারপরওই টিম ম্যানেজমেন্টের আস্থা মুশফিক। এ মুুহূর্তে ওয়ানডে ক্রিকেটের বিশ্বে সবচেয়ে সফল কিপার তিনি।

২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য দ্বীপরাষ্ট্রের বিপক্ষে সিরিজটি মহাগুরুত্বপূর্ণ তামিম বাহিনীর। সিরিজটি জিতলেই ওয়ার্ল্ড কাপ সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে বাংলাদেশ। এই মুহূর্তে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৩০ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে তামিম বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সবগুলো হেরে শূন্য পয়েন্ট নিয়ে ১২ নম্বরে কুশল পেরেরার শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্র সিরিজ খেলতে এসেছে তরুণ মুখ নিয়ে। প্রতিপক্ষ খেলোয়াড়রা তরুণ হলেও সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলেন টাইগার ওয়ানডে অধিনায়ক, ‘ঘরের মাঠে আমরা বরাবরই ভালো খেলে থাকি। তাই বলে শ্রীলঙ্কাকে হালকা মেজাজে নেওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে।’

তামিম রয়েছেন দুরন্ত ফর্মে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন বাঁ-হাতি ওপেনার। টানা তিন হাফসেঞ্চুরির ইনিংস ছিল। তারপরও তার ব্যাটিং ধরন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমন সব আলোচনায় বিরক্ত তিনি। কেননা গত ১৪ বছরে ২১৩ ম্যাচে রান করেছেন ৭৪৫২। নিজের ব্যাটিং নিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার ব্যাটিংয়ের ধরন নিয়ে আমি অনেকবার কথা বলেছি। থামার কোনো লক্ষণই দেখছি না। আমি যেভাবে খেলে আসছি ৪-৫ বছর ধরে, সেভাবেই খেলব। কারণ, আমি এতেই সফল। আমি সবাইকে অনুরোধ করছি, ভবিষ্যতে এ বিষয়ে আর প্রশ্ন করবেন না।’

সর্বশেষ খবর