সোমবার, ২৪ মে, ২০২১ ০০:০০ টা

কোচ পরিবর্তনের কথা ভাবছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

কোচ পরিবর্তনের কথা ভাবছে না বিসিবি

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর গুঞ্জন উঠেছিল হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বিদায় করতে পারে বিসিবি। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখানে দুই-তিনটা ব্যাপার আছে, প্রথম কথা হচ্ছে আমরা তার (ডমিঙ্গো) চুক্তি নবায়ন করব, কী করব না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি না করি তাহলে আমরা বিকল্প খুঁজে পাব কি না।’ কভিড পরিস্থিতিতে বিশ্বকাপের আগে নতুন কাউকে খুঁজে পাওয়া কঠিন বলেই মনে করেন বিসিবি সভাপতি। তবে তিনি সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তাছাড়া বাজে পারফরম্যান্সের পেছনে খেলোয়াড়দের দায়ই  বেশি দেখছেন নাজমুল হাসান। বোর্ড সভাপতির এমন বক্তব্যে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোর টিকে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। ২০১৯ বিশ্বকাপের পর স্টিভ রোডসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় এই সাউথ আফ্রিকানকে।

সর্বশেষ খবর