বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

তিন জায়ান্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

তিন জায়ান্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

সুপার লিগের ঘোষণা দিয়ে ইউরোপের ১২টি ক্লাব ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছিল। তবে উয়েফা ও ফিফার হুমকিতে ৯টি ক্লাবই সুপার লিগ থেকে বেরিয়ে যায়। বাকি থাকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) এ তিন ক্লাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াল, বার্সা ও জুভেন্টাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। সংস্থাটি বিবৃতিতে জানায়, ‘তথাকথিত সুপার লিগ নিয়ে উয়েফার নৈতিকতা ও শৃঙ্খলা কর্মকর্তারা তদন্ত শেষ করেছেন।

সর্বশেষ খবর