শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

‘সাকিব জানে কী করতে হবে’

‘সাকিব জানে কী করতে হবে’

প্রথম দুই ওয়ানডেতে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। বল হাতেও নজর কাড়তে পারেননি। তবে তিন সিনিয়র মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন টাইগাররা। মাহমুদুল্লাহর বিশ্বাস এ ম্যাচেই হাসবে সাকিবের ব্যাট। তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে বলার কিছু নেই। সে তার খেলাটা জানে। ও জানে কখন কী করা প্রয়োজন। একটা ছেলে ১০-১২ বছর ধরে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে আছে, এটা কোনো জোক না। ও জানে ওর কখন ব্যাটিং করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে।’

‘হয়তো প্রথম ম্যাচে ভালো একটা শুরু পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। আমি নিশ্চিত যে কালকের (শুক্রবার) ম্যাচেই ও ভালো ইনিংস খেলবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর