শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

ম্যানসিটির প্রথম না চেলসির দ্বিতীয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আজ

রাশেদুর রহমান

ম্যানসিটির প্রথম না চেলসির দ্বিতীয়

কয়েক বছর আগে পেপ গার্ডিওলা বলেছিলেন, ইউরোপসেরা হওয়ার জন্য প্রস্তুত নয় ম্যানচেস্টার সিটি। সে সময় ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেললেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় সুবিধা করতে পারছিল না দলটা। তবে দিন বদলেছে। ম্যানচেস্টার সিটি এখন ইউরোপসেরা হওয়ার হুঙ্কার দিচ্ছে। সেমিফাইনালে নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া দুরন্ত দল পিএসজিকে হারিয়েছে। এবার ফাইনালে চেলসিকে পরাজিত করে ইউরোপসেরা হতে প্রস্তুত দলটা।

ইংলিশ লিগজয়ী ম্যানসিটির সামনে পথটা মোটেও সহজ নয়। ফাইনালে এমন এক দল তাদের প্রতিপক্ষ যাদের কাছে গত দুই ম্যাচে টানা পরাজিত হয়েছে গার্ডিওলার শিষ্যরা। চেলসি তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে আজ। প্রথমবার তারা অল ইংল্যান্ড ফাইনালে হেরেছিল ম্যানইউর কাছে (২০০৮ সালে)। পরেরবার ফাইনালে পরাজিত করে বায়ার্ন মিউনিখকে (২০১২ সালে)। তৃতীয় ফাইনালে কী করবে ব্লুজরা? শুরুতে ঠিক হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে তুর্কি শহর ইস্তাম্বুলে। তবে করোনাভাইরাসের কারণে ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে পর্তুগিজ শহর পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে। আজ রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে ম্যানসিটি-চেলসি।

দারুণ একটা মৌসুম কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করেছে। লিগ কাপও জয় করেছে। আগুয়েরো, ইকে গুনডোগান, কেভিন ডি ব্রুইন দুর্দান্ত পারফর্ম করেছেন। ম্যানসিটির মাঝ মাঠে ডি ব্রুইন ছাড়াও আলো ছড়িয়েছেন ফার্নান্দিনহো, ফিল ফোডেন। আক্রমণভাগে দারুণ খেলছেন আলজেরিয়ান তরুণ রিয়াদ মাহরিজ। তাছাড়া অভিজ্ঞ আগুয়েরো তো আছেনই। ডিফেন্স লাইনেও দুর্দান্ত ম্যানসিটি। ডিয়াস, স্টোনস, ওয়ালকার এবং জিনচেঙ্কোরা প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন অনায়াসেই। তবে ম্যানসিটির প্রতিপক্ষ চেলসি। ব্লুজরা চলতি মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুমটা রাঙাতে নিজেদের সেরাটাই খেলবে দলটা। চ্যাম্পিয়ন্স লিগের গত ফাইনালে চেলসির কোচ থমাস টুখেল পিএসজিকে নিয়ে মাঠে ছিলেন। এবারেও আছেন তিনি। দ্বিতীয়বারে শিরোপা জিততে সম্ভাব্য সেরা উপায়েই চেষ্টা করবেন এ জার্মান কোচ। এনগুলো কান্তে, টিমো ওয়ার্নার আর পুলিসিচদের কাছ থেকে সেরা ফুটবলটাই বের করার চেষ্টা করবেন তিনি।

দুটা দলই দারুণ। যোগ্য হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্থান করে নিয়েছে চেলসি ও ম্যানসিটি। লড়াইটা তাই উপভোগ্যই হবে ফুটবলভক্তদের।

 

পেপ গার্ডিওলা

কোচ, ম্যানসিটি

মৌসুমটা শেষ হয়ে গেছে। মাত্র একটা ম্যাচ বাকি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সবাই এখন সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছে। ভাবছে সামনের মৌসুমের কথা। গত নয় বছর ধরে আমিও ছুটিতে থাকাবস্থায় টিভিতে এ ফাইনাল দেখেছি। এবার আমরা ফাইনালে। এটা সম্পূর্ণ ভিন্ন একটা ম্যাচ। ফাইনাল ম্যাচ।

 

থমাস টুখেল

কোচ, চেলসি

আমরা ফাইনালে পৌঁছেছি। এটা অনেক বড় অর্জন। আর একবার আপনি এখানে পৌঁছলে নিজের সেরাটাই খেলতে চাইবেন। তবে আমাদের মনে রাখতে হবে প্রতিপক্ষ পেপ গার্ডিওলার দল ম্যানসিটি। বর্তমানে তারাই সম্ভবত ইউরোপের সেরা দল। সম্ভবত বিশ্বেরও সেরা দল ম্যানসিটি।

 

►   তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনাল হচ্ছে। এর আগে ২০০৮ সালে অল ইংলিশ ফাইনালে ম্যানইউ টাইব্রেকারে হারিয়েছিল চেলসিকে। ২০১৯ সালে অল ইংলিশ ফাইনালে লিভারপুল ২-০ গোলে হারিয়েছিল টটেনহ্যামকে।

 

►   ইউরোপিয়ান প্রতিযোগিতায় ম্যানসিটি-চেলসি মুখোমুখি হয়েছে ১৯৭০-৭১ মৌসুমের কাপ উইনারস কাপে। সেবার সেমিফাইনালে দুই লেগেই জয় পেয়েছিল চেলসি।

 

►   ইংল্যান্ডের নবম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ/ ইউরোপিয়ান কাপের ফাইনাল খেলতে নামছে ম্যানসিটি। ছয়টি করে দল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় ফাইনাল খেলেছে জার্মানি ও ইতালি থেকে।

 

►   টানা তৃতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে কোনো নতুন দল। গতবার নতুন দল হিসেবে ফাইনাল খেলেছে পিএসজি। আগেরবার খেলেছে টটেনহ্যাম।

 

►   গত দুই ম্যাচে ম্যানসিটির বিপক্ষে টানা জয় পেয়েছে চেলসি। ২০০৯ সালের পর প্রথমবারের মতো টানা তিন ম্যাচে ম্যানসিটিকে হারানোর সুযোগ ব্লুজদের। ২০০৫-০৯ সালের মধ্যে টানা আটবার ম্যানসিটিকে হারিয়েছিল চেলসি।

সর্বশেষ খবর