মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

জয়ে শুরু ফেবারিটদের

ক্রীড়া প্রতিবেদক

জয়ে শুরু ফেবারিটদের

শেখ জামালের ক্রিকেটারদের উইকেট শিকারের উৎসব -বিসিবি

ক্রিকেট মাঠে ফিরেছে অনেকদিন আগে। ক্রিকেটাররাও ফিরেছেন মাঠে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার খেলছেন টি-২০ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। গত বছরের মার্চে দুই রাউন্ড হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ। ১৪ মাস পর মাঠে গড়িয়েছে দেশের সবচেয়ে জমকালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট লিগ। লিগ শুরু হয়েছে অক্টোবর-নভেম্বরের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে। গতকাল বৃষ্টি¯œাত উদ্বোধনী দিনে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান, শেখ জামাল ও প্রাইম ব্যাংক। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ওল্ড ডিওএইচএস-লিজেন্ড অব রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন-প্রাইম দোলেশ্বর ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকালে ডিএল মেথডে মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় আবাহনী ৭ উইকেটে হারিয়েছে পারটেক্সকে। বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ঐতিহ্যবাহী মোহামেডানকে ৩ উইকেটের উত্তেজনাকর জয় উপহার দেন আবু হায়দার রনি ছক্কা হাঁকিয়ে। বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ৫ বছর পর প্রিমিয়ার ক্রিকেট খেললেন। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানির ঘূর্ণিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২২ রানে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণকে। বিকেএসপি-৩ নম্বর মাঠে কার্টেল ওভারের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের গাজী গ্রুপকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক।

আবাহনীর বিপক্ষে তাসামুলের ৬৫ রানে ভর করে পারটেক্স ২০ ওভারে ৫ উইকেটে ১২০ রান করে। জাতীয় দলের বাঁ হাতি স্পিনার তাইজুল ৪ ওভারে ১২ রানের খরচে নেন ২ উইকেট। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ডার্ক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে আবাহনীকে টার্গেট দেয় ১০ ওভারে ৭০ রান। মুশফিকের ২৬ বলে ৩৮ রানে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী। বিকেএসপি ৪ নম্বর মাঠে শাইনপুকুরের সংগ্রহ ছিল ২০ ওভারে ৬ উইকেটে ১২৫। সাকিব ৪ ওভারে ২৯ রানের খরচে নেন ২ উইকেট। ব্যাটিংয়েও ২৯ রান করেন বাঁ হাতি অলরাউন্ডার। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান করে। সৈকত আলি ও আশরাফুল উভয়েই ৩৮ রান করেন। ইলিয়াসের ঘূর্ণিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি খেলাঘর। ইলিয়াস ১৮ রানের খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। বিকেএসপি-৩ নম্বর মাঠে ১২ ওভারের কার্টেল ম্যাচে গাজীর সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯১ রান। তামিমের ৪৬ রানে ভর করে ২.৪ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর