মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

ব্যালন ডি’অর লড়াইয়ে এনগোলো কান্তে

ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি’অর লড়াইয়ে এনগোলো কান্তে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে। দুর্দান্ত ফুটবল খেলে চেলসি সমর্থকদের মন জয় করেছেন তিনি। কেবল ফাইনালেই নয়, কান্তে মৌসুম জুড়েই ছিলেন চেলসির অন্যতম তারকা। কোনো গোল করেননি তিনি তবে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অনেক বড় অবদান ছিল কান্তের। আর একটা শিরোপাই তাকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার করে তুলেছে।

গত ১৩ বছর ধরেই ব্যালন ডি’অরে আধিপত্য ছিল মেসি ও রোনালদোর। মাঝখানে কেবল লুকা মডরিচ এই পুরস্কার জয় করেছেন। ইউরোপে খেলা সেরা ফুটবলারের এই পুরস্কার এবার কে জিতবেন? গোলের বন্যা বইয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেবানডস্কি। বায়ার্নের জার্সিতে ৪০ ম্যাচে করেছেন ৪৮ গোল। লিওনেল মেসিও দারুণ খেলেছেন। বার্সেলোনাকে উপহার দিয়েছেন কোপা দেল রে কাপের শিরোপা। ৪৭ ম্যাচে করেছেন ৩৮ গোল। ক্রিস্টিয়ানো রোনালদো এবার তেমন কিছু জিততে পারেননি। তবে ব্যক্তিগতভাবে তিনিও সফল। ৪৪ ম্যাচে করেছেন ৩৬ গোল। পিএসজির ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পেরও এবার ব্যালন ডি’অর জয়ের দারুণ সুযোগ আছে। অবশ্য গোলের হিসেবে ব্যালন ডি’অর পাওয়া যাবে কি না এবার বলা কঠিন। চ্যাম্পিয়ন্স লিগ জিতে এনগোলো কান্তে সব হিসেবই বদলে দিয়েছেন।

সামনের ব্যালন ডি’অর লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে ইউরো কাপ। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে সেখানেও আছেন কান্তে। এ দলে খেলবেন কিলিয়ান এমবাপ্পেও। ইউরো কাপে ভালো খেলতে পারলে এবার ব্যালন ডি’অর জয়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন কান্তে। এমবাপ্পেরও এক্ষেত্রে দারুণ সুযোগ আছে। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কমের বিশ্লেষণে চ্যাম্পিয়ন্স লিগ জিতে এনগোলো কান্তে ব্যালন ডি’অরের প্রধান দাবিদার হয়ে উঠেছেন। এখনো বেশ কয়েক মাস সময় আছে। দেখা যাক, ইউরো কাপে অন্য কোনো নতুন দাবিদার পাওয়া যায় কি না?

সর্বশেষ খবর