বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

বৃষ্টিতে পিছিয়ে গেল দ্বিতীয় রাউন্ড

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টিতে পিছিয়ে গেল দ্বিতীয় রাউন্ড

দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার থেকে শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ। টি-২০ সংস্করণের এই লিগে প্রতি রাউন্ডে তিন মাঠে ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমদিন ছয় ম্যাচের চারটি শেষ হলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দুটি। গতকাল ভোর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় লিগ আর মাঠেই গড়ায়নি। বিকেএসপির মাঠ পানিতে ডুবে যায়। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামও খেলার উপযোগী না হওয়ায় দিনের ৬টি ম্যাচই স্থগিত করে ক্রিকেট কমিটি অব ঢাকা  মেট্রোপলিস (সিসিডিএম)। এরপর প্রথমে সিদ্ধান্ত হয় ‘বডিলি শিফট’ হয়ে দুই দিন পর (কাল) দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। তৃতীয় রাউন্ডের ম্যাচ হবে চতুর্থ রাউন্ডের দিন। এভাবে সব রাউন্ডের ম্যাচই পিছিয়ে যাবে। তবে সন্ধ্যায় এ সিদ্ধান্ত বদলে যায়। সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। ক্লাব এবং বিসিবি ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ১ ও ৩ জুনের ম্যাচগুলো শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে।’ গতকালের স্থগিত হওয়া ম্যাচ আজ ও কাল মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪ ও ৫ জুন।

সর্বশেষ খবর