বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন ওসাকা

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেলেন ওসাকা

ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ জাপানি মেয়ে নাওমি ওসাকাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছিল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে না আসায় তাকে ১৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছিল। মানসিক অবস্থা ভালো না থাকায় ওসাকা সংবাদ সম্মেলনে আসতে রাজি ছিলেন না। মিডিয়ার বাড়তি চাপ সামলানো তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এরপর ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষের হুমকিতে কিছুটা অভিমান নিয়েই নিজ থেকে সরে গেলেন টুর্নামেন্টে মেয়েদের এককের দ্বিতীয় বাছাই। নিজেকে ফ্রেঞ্চ ওপেন থেকে সরিয়ে নেওয়ার সময় ওসাকা বলেন, ‘এটা এমন পরিস্থিতি যা আমি কখনো কল্পনা করিনি। আমার মনে হয়েছে টুর্নামেন্ট, অন্য খেলোয়াড় ও আমার নিজের ভালোর জন্যই সরে দাঁড়ানো উচিত। যাতে প্যারিসে সবাই টেনিসে মনোযোগ দিতে পারে।’

সর্বশেষ খবর