শিরোনাম
শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

মিরাজ-জহুরুল ঝড়ে খেলাঘরের দুরন্ত জয়

ক্রীড়া প্রতিবেদক

মিরাজ-জহুরুল ঝড়ে খেলাঘরের দুরন্ত জয়

কাগজে-কলমে খেলাঘর ও শাইনপুকুর অপেক্ষাকৃত দুর্বল দল। কিন্তু টি-২০ ফরম্যাটে শক্তিশালী বলে কিছু নেই। গতকাল লিগের তৃতীয় রাউন্ডে তার প্রমাণ রেখে খেলাঘর ও শাইনপুকুর প্রথম জয় তুলে নিয়েছে। দল দুটির কাছে পাত্তা পায়নি লিজেন্ড অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে প্রথম জয় পেতে খেলাঘর ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জকে। ৩ বল হাতে রেখে খেলাঘর জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজ ও জহুরুল ইসলাম অমির দুরন্ত হাফ সেঞ্চুরিতে। রূপগঞ্জের এটা তিন ম্যাচে টানা দ্বিতীয় হার। প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। দিনের দ্বিতীয় ম্যাচে শাইনপুকুর ১০ রানে হারিয়েছে শেখ জামালকে। শাইনপুুকুরের তৃতীয় ম্যাচে প্রথম জয় এবং শেখ জামালের সমান ম্যাচে টানা দ্বিতীয় হার। শাইনপুকুরকে ঘামঝড়ানো জয় উপহার দিয়েছেন তরুণ লেগ স্পিনার তানভীর ইসলাম। দিনের শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বর ৩৬ রানে হারিয়েছে গাজী গ্রুপকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শাইনপুকুর ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করে। সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার তানজিদ হাসান। ৩১ বলের ইনিংসটিতে ৩টি চার থাকলেও ছিল না কোনো ছক্কা। শেষ দিকে রবিউল ইসলাম রবি আক্রমণাত্মক মেজাজে ব্যাটিংয়ে ৩৪ রান করেন ২৬ বলে ৪ চার ও এক ছক্কায়। শেখ জামালের পক্ষে দুটি করে উইকেট নেন এবাদত হোসেন ও জিয়াউর রহমান। টার্গেট ১৩৮। ওভারপ্রতি প্রায় ৭। এমন টার্গেট তাড়া করে জয় পাওয়া কঠিন কোনো কাজ নয়। জামালের এ টার্গেটকে পাহাড়সম করে তোলেন ম্যাচ সেরা বাঁ-হাতি স্পিনার তানভির। ৩ ওভারে ৮ রানের খরচে নেন ৩ উইকেট। যার দুটিই ছিল মেডেন। তানভিরের ঘূর্ণিতে শেষ পর্যন্ত শেখ জামালের ইনিংস শেষ হয় ১৯.৫ ওভারে ১২৭ রানে। দিনের শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরে ৬ উইকেটে ১৪৪ রানের জবাবে গাজী গ্রুপের ইনিংস থেমে যায় ১০৮ রানে।

 

 

শাইনপুকুর : ১৩৭/৫ (২০ ওভার) (তানজিদ ৩৪, রবিউল ৩৪*; ইবাদত ২/২৭, জিয়া ২/১৬)।

শেখ জামাল : ১২৭/১০ (১৯.৫ ওভার) (ইলিয়াস ৩১, নাসির ২৮; তানভির ৩/৮, মুরাদ ২/৩৪)।

ফল : শাইনপুকুর ১০ রানে জয়ী।

ম্যাচসেরা : তানভির ইসলাম।

 

রূপগঞ্জ : ১৩৮/৫, (২০ ওভার) (আল আমিন ৫১, আজমির ২৮; মাসুম ২/৩৪, মিরাজ ১/২০, খালেদ ১/২৫,  রিশাদ ১/৮)।

খেলাঘর : ১৪০/৩ (১৯.৩ ওভার) (মিরাজ ৫৪, জহুরুল ৫৩; সানজামুল ১/৩১, শহিদ ১/২৬, মুক্তার ১/২২)।

ফল : খেলাঘর ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জহুরুল ইসলাম অমি।

 

প্রাইম দোলেশ্বর : ১৪৪/৬ (২০ ওভার) (ফজলে মাহমুদ ৩৯, সাইফ ৩৭;

নাসুম ২/১১, মুকিদুল ২/২৩, মাহমুদুল্লাহ ২/২৯)। 

গাজী গ্রুপ : ১০৮/১০ (১৮.৫ ওভার) (আরিফুল ১৯*, জাকির ১৪; শরিফুল্লাহ ২/২১, শামীম ২/১০, এনামুল ২/১০)।

ফল : প্রাইম দোলেশ্বর ৩৬ রানে জয়ী।

ম্যাচসেরা : শামীম হোসেন।

সর্বশেষ খবর