শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

মেসির আর্জেন্টিনাকে রুখে দিল সানচেসের চিলি

ক্রীড়া ডেস্ক

মেসির আর্জেন্টিনাকে রুখে দিল সানচেসের চিলি

গত বছরের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে মৃত্যুবরণ করেন কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। তিনি শুধু আর্জেন্টিনার নন, গোটা ফুটবল বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে। তার মৃত্যুর পর আর্জেন্টিনা গতকাল প্রথমবারের মতো খেলতে নামে। তবে খেলা না হওয়ার বড় বাধা ছিল করোনাভাইরাস। প্রাণঘাতী করোনার জন্য বন্ধ হয়েছিল দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা খেলতে নামে প্রিয় ম্যারাডোনোকে স্মরণ করে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন আগেই জানিয়েছিল, ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে চিলির রাজধানী সান্তিয়াগোর দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বিশেষ এক ধরনের টি-শার্ট পরে নামবেন মেসিরা। জার্সির গায়ে ছিল ম্যারাডোনার প্রতিচ্ছবি। প্রিয় ফুটবলারকে স্মরণ করে রাখার ম্যাচটি জিততে পারেনি আলবিসেলেস্তারা। ১-১ গোলে ড্র করেছে চিলির বিপক্ষে। ২৪ মিনিটে পেনাল্টিতে আর্জেন্টিনার পক্ষে গোল করেন লিওনেল মেসি এবং ৩৬ মিনিটে সমতা আনেন চিলির আলেক্সিস সানচেস। ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বের অন্যান্য ম্যাচগুলোতে কলম্বিয়া ৩-০ গোলে পেরুকে, বলিভিয়া ৩-১ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে।  গোল শূন্য ড্র হয়েছে উরুগুয়ে-প্যারাগুয়ে ম্যাচ।

 

আর্জেন্টিনার ইউনিক স্টেডিয়ামের সামনে দিয়েগো ম্যারাডোনার পাঁচ মিটার উঁচু ভাস্কর্য

সর্বশেষ খবর