সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

ইতিহাসের দ্বিতীয় দ্রুততম মানবী

ক্রীড়া ডেস্ক

ইতিহাসের দ্বিতীয় দ্রুততম মানবী

অলিম্পিক গেমসের আগে দারুণ ছন্দে জ্যামাইকান অ্যাথলেট শেলি অ্যান ফ্রেজার প্রাইস। বিশ্বের দ্বিতীয় দ্রুততম মানবী হলেন তিনি। কিংস্টনের অলিম্পিক  ডেস্টিনি প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬৩  সেকেন্ড টাইমিং করেছেন প্রাইস। আমেরিকার ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ১৯৮৮ সালে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯  সেকেন্ড টাইমিং করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। দ্বিতীয় দ্রুততম মানবী হওয়ার পর প্রাইস বলেছেন, ‘এত দ্রুত  দৌড়ানোর পরিকল্পনা করে আসিনি। চেয়েছিলাম জাতীয় ট্রায়ালের আগে আর একবার ভালো করে দৌড়াতে। ১০.৭  সেকেন্ডের মধ্যে শেষ করার চেষ্টা করছিলাম। এবার আমার লক্ষ্য অলিম্পিক। তাই আত্মতুষ্টিতে ভুগতে চাই না।’ ২০০৮ সালে বেইজিংয়ে এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমসে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনার পদক জয় করেছেন ফ্রেজার প্রাইস। তবে ২০১৬ সালে রিও অলিম্পিকে পদক ধরে রাখতে ব্যর্থ হন তিনি।

সর্বশেষ খবর