মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

ছেত্রীর কাছে অসহায় জামালরা

ক্রীড়া প্রতিবেদক

ছেত্রীর কাছে অসহায় জামালরা

কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-ভারত। বিশ্বকাপ বাছাই পর্বের এ ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির প্রবাসীরা। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভঁ‚ইয়ার আহ্‌বানে সাড়া দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে গ্যালারি মাতিয়ে রেখেছেন তারা। ভারতের সমর্থকও কম নয়। তুমুল উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে জামাল ভঁ‚ইয়ারা সমর্থকদের ভালো কিছু উপহার দিতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। বাছাই পর্বে আগের লেগে কলকাতার সল্ট লেকে এ ভারতের সঙ্গেই ১-১ গোলে ড্র করেছিলেন জামালরা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ লম্বা পাসে কাউন্টার আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। কোচ জেমি ডে প্রতিপক্ষকে বল নিয়ে খেলতে দিয়েছেন। নিজেদের ডিফেন্স রেখেছেন আটোসাঁটো। পাশাপাশি লাম্ব পাসে শিষ্যদের কাউন্টার আক্রমণে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। কিন্তু জামালরা কোচের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করতে পারেননি। ভারতের টানা আক্রমণে এক সময় ভুল করে বসেন তপু বর্মণরা। সুনীল ছেত্রীদের কাছে অসহায় আত্মসমর্পণ করেন জামালরা। ম্যাচের ৭৯তম মিনিটে ডি বক্সের বাম পাশ থেকে লম্বা পাসে বল পেয়ে হেডে গোল করেন সুনীল ছেত্রী। এরপর ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ৭৪টি গোল করলেন ভারতের এ অধিনায়ক। বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপে জয়েন্ট কোয়ালিফায়ারে সুবিধাজনক স্থানে থাকল ভারত। ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে ভারত। এ স্থান ধরে রাখতে পারলে এশিয়ান কাপ বাছাই পর্বে সরাসরি তৃতীয় রাউন্ডে খেলবেন সুনীল ছেত্রীরা।

তবে এ ম্যাচেও অনেক আক্রমণ করেছে বাংলাদেশ। দুর্দান্ত কিছু শট সেভ করেছেন আনিসুর রহমান জিকো। ম্যাচের নবম মিনিটে ছোটো ডি বক্সে দারুণ একটা সুযোগ হারান তারিক কাজী। এরপরও ম্যাচজুড়ে কয়েকটা সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে ভারতের আক্রমণ ছিল ভয়ংকর। ম্যাচজুড়েই আধিপত্য ছিল সুনীলদের।

১৬তম মিনিটে ভারতের মানবীর সিং লম্বা পাসে বল পেয়ে জিকোকে একা পেয়েছিলেন। তবে বসুন্ধরা কিংসের গোলরক্ষকের নিপুণ দক্ষতায় গোলবার অক্ষত রাখে বাংলাদেশ। মানবীরকে শট নেওয়ার সুযোগই দেননি জিকো। এরপরও ম্যাচজুড়ে গোলবারের সামনে দারুণ সব সেভ করেছেন জিকো। কিন্তু বাংলাদেশের পরাজয় রুখতে পারেননি তিনি।

উত্তেজনাপূর্ণ এ ম্যাচে পাঁচবার হলুদ কার্ড তুলে ধরেন ইরাকি রেফারি জাইদ। বাংলাদেশের জামাল, রাকিব, বিপলু ও রহমত মিয়া ছাড়াও ভারতের আশিক হলুদ কার্ড দেখেন।

সর্বশেষ খবর