মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

খেলাঘরে আটকে গেল আবাহনী জামালে থামল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

খেলাঘরে আটকে গেল আবাহনী জামালে থামল মোহামেডান

পরিসংখ্যান, শক্তিমত্তা এবং সর্বোপরি ঐতিহ্যে আবাহনীর তুলনায় যোজন যোজন পিছিয়ে খেলাঘর সমাজ কল্যাণ। গতকাল বিকেএসপিতে মাঠের লড়াইয়ে তারকা ক্রিকেটার সমৃদ্ধ আবাহনীকে ৮ রানে জিতে চমকে দিয়েছে খেলাঘর। টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তিনজয়ের পর মুশফিকদের প্রথম হার। মেহেদী হাসান মিরাজের খেলাঘরের আবার দ্বিতীয় জয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হেরেছে সাকিব আল হাসানের দল মোহামেডান। সাকিবদের ১৬ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি। মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর ৪ উইকেটে হারিয়েছে শাইনপুকুরকে। লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দোলেশ্বর। লিগে ফরহাদ রেজার দোলেশ্বরের এটা চার ম্যাচে তৃতীয় জয় এবং প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সব মিলিয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট। জয়ের জন্য শেষ বলে ওল্ড ডিওএইচএসের দরকার ৩ রান। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেই রানটি করতে পারেনি ডিওএইচএস। স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান ওয়াইডের আশায় বল ছেড়ে দেন।

কিন্তু আম্পায়ার ওয়াইডের সংকেত না দিলে ২ রানে ম্যাচ জিতেছে ব্রাদার্স। গোপীবাগের দলটির জয়ের নায়ক মাইশুকুর রহমান রিয়েল। দিনের অপরাপর ম্যাচগুলোতে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ। প্রাইম ব্যাংক ৭২ রানে পারটেক্সকে এবং গাজী ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জকে।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে প্রাইম দোলেশ্বর এবং ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন, চার ও পাঁচে প্রাইম ব্যাংক, আবাহনী ও মোহামেডান। বিকেএসপিতে প্রথমে ব্যাট করে খেলাঘরের সংগ্রহ ছিল ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান। ম্যাচসেরা ইমতিয়াজ করেন ৬৬ রান। ১৬৭ রানের টার্গেটে আবাহনীর ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৫৬ রানে। মিরপুরে ম্যাচসেরা সোহানের আক্রমণাত্মক ৬৬ রানে ভর করে শেখ জামালের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ১৬১। মোহামেডানের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৪৫ রান।  

সংক্ষিপ্ত  স্কোর :

শাইন পুকুর : ১৬২/৭, ২০ ওভার ( সাব্বির ৩৬, অঙ্কন ৪৪। শামীম ২/২১)।

প্রাইম দোলেশ্বর : ১৬৩/৬, ১৯.৪ ওভার (সাইফ ৫০, ফজলে মাহমুদ ৪১। মোহর ২/২৪)।

ফল : প্রাইম দোলেশ্বর ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : ফরহাদ রেজা

শেখ জামাল ধানমন্ডি : ১৬১/৫, ২০ ওভার (সোহান ৬৬*, জিয়া ৩৫। সাকিব ২/১২)।

মোহামেডান : ১৪৫/৮, ২০ ওভার ( শামসুর ২৯, নাদিফ ৫৭। এনামুল ৩/১৩)।

ফল : শেখ জামাল ১৬ রানে জয়ী।

ম্যাচসেরা: নুরুল হাসান সোহান   

ভেন্যু : বিকেএসপি-৩

খেলাঘর : ১৬৪/৬, ২০ ওভারে (ইমতিয়াজ ৬৬, মিরাজ ৩৩। আরাফাত ২/২৫, মোসাদ্দেক ২/২৪)।

আবাহনী : ১৫৬/৫, ২০ ওভার (নাঈম ৪৯, শান্ত ৪৯। রনি ২/২৩, খালেদ ২/৩৫)।

ফল : খেলাঘর ৮ রানে জয়ী।

ম্যাচসেরা : ইমতিয়াজ হোসেন।

ভেন্যু : মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

প্রাইম ব্যাংক : ১৬৭/৫, ২০ ওভার (তামিম ৪৭, মিথুন ৫৭। রাজিবুল ১/৩০, জুবায়ের ১/২২)।

পারটেক্স : ৯৫/১০, ১৭.২ ওভার (রাজিবুল ২৩, আব্বাস মুসা ২৯। রুবেল ৪/৩০, নাহিদ ২/২৩)।

ফল : ৭২ রান।

ম্যাচসেরা : মোহাম্মদ মিথুন। 

ভেন্যু : বিকেএসপি-৪       

ব্রাদার্স ইউনিয়ন : ১৩৯/৫, ২০ ওভার (মাইশুকুর ৬৮*, রাহাতুল ২৬। অ্যালিস ২/২৩)।

ওল্ড ডিওএইচএস : ১৩৭/৩, ২০ ওভার (আনিসুল ৬৪, মাহমুদুল ৩৪। মানিক ১/১৪)।

ফল : ব্রাদার্স ইউনিয়ন ২ রানে জয়ী।

ম্যাচসেরা : মাইশুকুর রিয়েল।

লিজেন্ড অব রূপগঞ্জ : ১৩২/৮, ২০ ওভার ( মেহেদি ২৪, সাব্বির ১৮। মেহেদি ২/২৩, মাহমুদুল্লাহ ২/১০)।

গাজী গ্রুপ: ১৩৩/৩, ১৭.৫ ওভার ( সৌম্য ৫৩, মুমিনুল ৩৪।

ম্যাচসেরা : সৌম্য সরকার

সর্বশেষ খবর