মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

ঘর গোছাচ্ছে হকির জায়ান্টরা

ক্রীড়া প্রতিবেদক

এতদিন অনিশ্চয়তায় বন্দী থাকলেও হকির প্রিমিয়ার লিগ এবার সচল হওয়ার সম্ভাবনা রয়েছে। গত নির্বাহী কমিটির সভায় প্রিমিয়ার লিগের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। সভাপতি এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সদস্যদের বলেছেন, কোরবানি ঈদের পর প্রিমিয়ার লিগ মাঠে নামানোর চেষ্টা করতে। প্রায় তিন বছর ধরে প্রিমিয়ার লিগ হচ্ছে না। এ নিয়ে ফেডারেশন সমালোচিত হচ্ছে। সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলছেন, ৩ বছরের মধ্যে তো দেড় বছর করোনাভাইরাস সবকিছু এলোমেলো করে দিয়েছে। এখন আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে দলবদলের তারিখ নির্ধারণ করব। আশা করি, প্রতিটি ক্লাবই সাড়া দেবে। দলবদল হলে কোরবানির পরই লিগ নামানো সম্ভব।

ক্লাবগুলো ধরে নিয়েছে, এবার লিগ মাঠে গড়াবেই। তাই ঘর গোছানোর কাজ শুরুও করে দিয়েছে। বিশেষ করে হকির জায়ান্টরা শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়ে ফেলেছে। মোহামেডান, আবাহনী, মেরিনার্স তারকা খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আবাহনীর এক কর্মকর্তা স্বীকারও করেন, এতদিন নীরব থাকলেও এখন আমরা দল গঠনের প্রক্রিয়ায় নেমেছি। কারণ লিগ মাঠে গড়াচ্ছে তা আমরা নিশ্চিত। 

সর্বশেষ খবর