মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন!

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ ওপেন মেয়েদের এককে নতুনদের কেতন উড়ছে। অভিজ্ঞ তারকারা একে একে ধরাশায়ী হচ্ছে তারুণ্যের কাছে। দ্বিতীয় বাছাই জাপানি মেয়ে নাওমি ওসাকা নিজেকে সরিয়ে নিয়েছেন। ম্যাচের মাঝপথে সরে গেছেন শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি। পরাজিত হয়েছেন সেরেনা উইলিয়ামস, এলিনা সভিতলিনা, বিয়াঙ্কা আন্দ্রেস্কু, বেলিন্ডা বেনচিচ ও ক্যারোলিনা প্লিসকভার মতো শীর্ষ ১০ বাছাইয়ে থাকা তারকারা। শীর্ষ ১০-এর মধ্যে টিকে আছেন কেবল অষ্টম বাছাই ইগা সোয়াটেক। পুরনো চ্যাম্পিয়নদের মধ্যে একে একে সবাই বিদায় নেওয়ায় আবারও ফ্রেঞ্চ ওপেনে নতুন রানী দেখার আশা করতে পারেন টেনিসপ্রেমীরা। গত বছর ইগা সোয়াটেক নতুন রানী হয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনে।

জাস্টিন হেনিনের পর ফ্রেঞ্চ ওপেনে টানা দুইবার কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি। এই বেলজিয়ান ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে টানা তিনবার ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর আগে স্টেফি গ্রাফ, মনিকা সেলেস, ক্রিস এভার্ট ও মার্গারেট কোর্টরা টানা ফ্রেঞ্চ ওপেন জয়ের গৌরব অর্জন করেছেন। দীর্ঘ ১৩ বছর ধরে ফ্রেঞ্চ ওপেনে শিরোপা ধরে রাখার ঘটনা নেই। এবার কী তা করে দেখাতে পারবেন পোলিশ মেয়ে ইগা সোয়াটেক! অবশ্য গত রাতেই তিনি মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের মেয়ে মার্টা কস্টিউকের। সে ম্যাচে পরাজিত হয়ে থাকলে, ফ্রেঞ্চ ওপেনে আর কোনো সাবেক চ্যাম্পিয়ন টিকে নেই। সেক্ষেত্রে নতুন চ্যাম্পিয়নই দেখা যাবে।

মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে টিকে আছেন কোকো গফ-বারবারা ক্রেজিকোভা, এলেনা রিবাকিনা-আনাস্তাসিয়া, টামারা জিদানসেক-পাওলা ব্যাডোসা ও মারিয়া সাক্কারি। চতুর্থ বাছাই সোফিয়াকে বিদায় করেন মারিয়া।

সোফিয়া-মারিয়া এবং কস্টিউক-সোয়াটেক চতুর্থ রাউন্ড খেলে শেষ আট নিশ্চিত করবেন। এদের মধ্যে কেবল সোয়াটেকেরই ফ্রেঞ্চ ওপেন জয় করার রেকর্ড আছে (২০২০ সালে)।

সর্বশেষ খবর